কেন্দ্রে ‘ইন্ডিয়া’ জোট সরকারে থাকব, বাংলায় জোটে নয়: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় বলেছেন, তিনি সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে থাকবেন। সরকার গড়বেন, তবে বাংলায় কোনো জোটে তৃণমূল কংগ্রেস থাকবে না।

আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পবন্দরে তমলুক আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও কাঁথি আসনের তৃণমূল প্রার্থী উত্তম বারিকের নির্বাচনী প্রচারে গিয়ে মমতা এসব কথা বলেন।

কিন্তু গতকাল বুধবার হুগলির চুঁচুড়ায় আরেক নির্বাচনী জনসভায় ভিন্ন কথা বলেছিলেন মমতা। তখন তিনি সরাসরি জোটে থাকার কথা বলেননি, বরং বাইরে থেকে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটকে সরকার গঠনে সহায়তা করার কথা বলেছিলেন।

আজ হলদিয়ার জনসভা থেকে মমতা নতুন স্লোগান দেন, ‘দেশ থাক; মোদি যাক’, ‘ধর্ম থাক; মোদি যাক’।

মমতা এদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আরও বলেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তাঁকে জোর করে নন্দীগ্রামে পরাজিত করেছিলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। সেদিন ভোটকেন্দ্রে ভোট গণনার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ভোটের ফলাফল বদলে দেওয়া হয়েছিল। ওই পরাজয়ের প্রতিশোধ নেওয়া হবে। আদালতে মামলা চলছে। মমতা আরও বলেন, ‘আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি, নন্দীগ্রামের পরাজয়ের বদলা নেব। অপেক্ষা করুন। দেখুন।’