ভারতের নতুন সংসদ ভবনের ভেতর–বাইরে

নানা বিতর্ক আর সমালোচনার মধ্যে গত রোববার ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে। অনেকগুলো বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়নি। পুরোনো সংসদ ভবনের পাশে ৬৪ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে এর অবস্থান। নতুন ভবনটিতে আছে একটি বড় কনস্টিটিউশন হল, সংসদ সদস্যদের জন্য একটি লাউঞ্জ, একটি লাইব্রেরি, কয়েকটি কমিটি কক্ষ, খাওয়ার জায়গা ও গাড়ি পার্কিং এলাকা। ত্রিভুজাকৃতির এই ভবন চারতলাবিশিষ্ট।

ভারতের নতুন পার্লামেন্ট ভবনটি দেখতে কেমন, ভেতরে কী আছে, তা ছবিতে দেখে নেওয়া যাক—

ছাদে অশোকস্তম্ভ

১ / ১১
নতুন সংসদ ভবনটি তৈরি করেছে টাটা গোষ্ঠী। লোকসভা ও রাজ্যসভা মিলে এর মোট আসনসংখ্যা ১ হাজার ২৭২। নতুন সংসদ ভবনের ছাদে বসানো হয়েছে ব্রোঞ্জের তৈরি জাতীয় প্রতীক অশোক স্তম্ভ
ছবি: এএনআই

আছে তিন ফটক

২ / ১১
নতুন সংসদ ভবনের প্রধান ফটক তিনটি। এগুলোর নাম—জ্ঞানদ্বার, শক্তিদ্বার ও কর্মদ্বার। এ ছাড়া ভিআইপি, সংসদ সদস্য ও দর্শনার্থীদের জন্য আলাদা ফটক আছে
ছবি: এএনআই

দেশীয় উপকরণের ব্যবহার

৩ / ১১
ভবনটির ভেতরে ভারতের বিভিন্ন এলাকার ঐতিহ্যপূর্ণ উপকরণ ব্যবহার করতে দেখা গেছে। ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ ব্যবহার করে পার্লামেন্টের মেঝে তৈরি করা হয়েছে। এ ছাড়া ভবনটি নির্মাণে মহারাষ্ট্রের নাগপুর থেকে আনা সেগুনকাঠ, রাজস্থানের লাল ও সাদা বেলেপাথর, গ্রানাইটসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ থেকে ফলস সিলিং আনা হয়েছে
ছবি: এএনআই

বিশেষ কার্পেট:

৪ / ১১
নতুন ভবনের মেঝেতে মির্জাপুর থেকে আনা কার্পেট ব্যবহার করা হয়েছে। আর আসবাব তৈরি হয়েছে মুম্বাইতে
ছবি: এএনআই

লোকসভা সাজানো হয়েছে ময়ূরের থিমে:

৫ / ১১
লোকসভার অভ্যন্তরীণ নকশায় ব্যবহার করা হয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূরের থিম
ছবি: টুইটারে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

রাজ্যসভা সেজেছে পদ্মফুলের থিমে:

৬ / ১১
ভারতের জাতীয় ফুল পদ্মের থিমে সাজানো হয়েছে রাজ্যসভা
ছবি: টুইটারে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

খরচ নিয়ে বিতর্ক:

৭ / ১১
দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবন তৈরির উদ্যোগ নেন। তবে কোভিড পরিস্থিতিজনিত অর্থনৈতিক দুর্দশার মধ্যে প্রায় এক হাজার কোটি রুপি খরচ করে এ ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়ার শুরু থেকেই সমালোচনার মুখে পড়েন তিনি
ছবি: এএনআই

বিরোধীদের বর্জন:

৮ / ১১
নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরেও বিতর্ক চলছে। ভারতের রাষ্ট্রপতিকে দিয়ে উদ্বোধন না করিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ভবনটি উদ্বোধন করায় দেশের অধিকাংশ বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করে। বিরোধী দল কংগ্রেস ২০২০ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানও বর্জন করেছিল
ছবি: এএনআই

সেঙ্গল নিয়ে বিতর্ক:

৯ / ১১
২৮ মে উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ভবনের লোকসভা কক্ষে স্পিকারের আসনের পাশে রত্নখচিত স্বর্ণদণ্ড ‘সেঙ্গল’ রেখেছেন নরেন্দ্র মোদি। এটি প্রয়াগরাজ (এলাহাবাদ) সংগ্রহশালা থেকে নিয়ে আসা হয়েছে। সরকার বলছে, এটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি ক্ষমতা হস্তান্তরের প্রতীক। বিরোধীরা বলছে, সেঙ্গলের গুরুত্ব নিয়ে মোদি সরকার অতিরঞ্জন করছে
ছবি: এএনআই

আকৃতি নিয়ে বিতর্ক:

১০ / ১১
উদ্বোধনের দিন বিহারের ক্ষমতাসীন রাষ্ট্রীয় জনতা দল নতুন সংসদ ভবনের আকৃতি নিয়ে নতুন বিতর্ক তুলেছে। দলটি বলছে, নতুন সংসদ ভবনের আকৃতি ঠিক যেন মরদেহ রাখার কফিনের মতো। টুইটে সংসদ ভবনের পাশে কফিনের ছবি দিয়ে তাঁরা প্রশ্ন করেছেন—‘এটা কী?’ এর প্রতিক্রিয়ায় বিজেপি বলেছে, এ ধরনের আচরণ রাষ্ট্রদ্রোহের শামিল
ছবি: রয়টার্স

পুরোনোটি হবে জাদুঘর:

১১ / ১১
ভারতের পুরোনো সংসদ ভবনটি প্রতিষ্ঠিত হয় ১৯২৭ সালে। এ ভবনকে এখন জাদুঘর হিসেবে ব্যবহার করা হবে
ছবি: রয়টার্স

তথ্যসূত্র: এএনআই, বিবিসি, ইন্ডিয়া টাইমস, জি নিউজ