মণিপুরে ভারতীয় সেনাবাহিনীর কর্মীকে অপহরণ করে হত্যা

গত ৩ মে ভারতের উত্তর–পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে সংঘাত শুরু হয়
ফাইল ছবি: এএনআই

সেনাবাহিনীর আসাম রাইফেলসের এক কর্মীকে মণিপুরে অপহরণ করে হত্যা করা হয়েছে। তাঁর নাম সেপ সের্তো থাংথাং কোমকে (৪১)। গতকাল রোববার দুপুরে পূর্ব ইম্ফলের একটি গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। কোমের মাথায় গুলির চিহ্ন ছিল।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (ডিফেন্স মিনিস্ট্রি) নাগাল্যান্ড, মণিপুর ও দক্ষিণ অরুণাচল প্রদেশের জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্রের দপ্তর থেকে গতকাল রোববার রাতে এ তথ্য জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর এক সৈনিক সেপ সের্তো থাংথাং কোমকে (৪১) তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী অপহরণ করে হত্যা করেছে। তিনি ছুটিতে পশ্চিম ইম্ফলের হ্যাপি ভ্যালির তারুং-এ গিয়েছিলেন। তাঁকে মণিপুরের লেইমাখং অঞ্চলের প্লাটুনে মোতায়েন করা হয়েছিল।’

গত সাড়ে চার মাস ধরে চলা সহিংসতায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এই প্রথম সেনাবাহিনীর কোনো সদস্যকে হত্যা করা হলো। পশ্চিম ইম্ফলের প্রশাসন জানিয়েছে, মণিপুরে কোমের বাড়ি থেকেই তাকে অপহরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০টা নাগাদ তাঁর বাড়িতে হানা দেয় অজ্ঞাত একদল সশস্ত্র দুষ্কৃতকারী। কোমের বাবা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তাঁর ছেলেকে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তারা সংখ্যায় চারজন ছিলেন।

কোমের ভাই এবং শ্যালক মরদেহ শনাক্ত করে। কোমের শেষকৃত্যের ব্যবস্থা করেছে সেনাবাহিনী এবং তাঁর পরিবার।

দিন কয়েক আগেই মণিপুর রাজ্য পুলিশের এক কর্মীকে হত্যা করা হয়। মণিপুরে গত মে মাসে জাতিগত এবং সাম্প্রদায়িক সংঘাত শুরু হওয়ার পরে গত সাড়ে ৪ মাসে ১৭৫ জনের বেশি মারা গিয়েছেন। মনে করা হচ্ছে, মণিপুরের সংঘর্ষে এখনো পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ।