সাধারণ পাসপোর্ট পাবেন রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ফাইল ছবি

কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিন বছরের জন্য সাধারণ পাসপোর্ট পাবেন। দিল্লির অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ বিষয়ে আজ শুক্রবার সম্মতি দিয়েছেন। আদালতের সম্মতি ছাড়া রাহুল পাসপোর্ট পেতে পারতেন না। কারণ, তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।

রাহুল ১০ বছরের জন্য সাধারণ পাসপোর্ট চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। বিচারক ৩ বছরের জন্য তা মঞ্জুর করেছেন। পাসপোর্ট পেয়ে গেলে চলতি মাসের শেষে রাহুল যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। সেখানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাঁর ভাষণ দেওয়ার কথা।

রাহুল, তাঁর মা সোনিয়া গান্ধীসহ কংগ্রেসের কিছু নেতার বিরুদ্ধে বিজেপি নেতা সুব্রহ্মনিয়াম স্বামী অর্থ নয়ছয়ের অভিযোগে মামলা (ন্যাশনাল হেরাল্ড মামলা) করেছিলেন। সেই মামলায় রাহুল ও অন্যরা জামিনে রয়েছেন। ইতিমধ্যে ‘মোদি পদবি’ মামলায় গুজরাটের সুরাটের নিম্ন আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করেছেন। তাঁর দুই বছরের কারাদণ্ড হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাহুলের লোকসভা সদস্য পদ খারিজ হয়েছে।

লোকসভার সদস্য থাকার জন্য রাহুল ‘ডিপ্লোম্যাটিক’ পাসপোর্টের অধিকারী ছিলেন। সদস্য পদ হারানোর কারণে সেই পাসপোর্ট তিনি ফেরত দেন। বিদেশে ভ্রমণের জন্য এখন তাঁর প্রয়োজন সাধারণ পাসপোর্ট। তা পেতে গেলে আইনত তাঁকে আদালতের ‘নো অবজেকশন’ সার্টিফিকেট নিতে হবে। দিল্লির আদালতে সেই আবেদনই তিনি জানিয়েছিলেন। আদালত সেই কারণে এ বিষয়ে মামলাকারী সুব্রহ্মনিয়াম স্বামীর মনোভাব জানতে চেয়েছিলেন। কোনো পক্ষই এ বিষয়ে আপত্তি জানায়নি।

বিচারক জানিয়েছেন, রাহুলকে জামিন দেওয়ার সময় আদালত তাঁর চলাফেরাও ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেননি। সুব্রহ্মনিয়াম স্বামী বিধিনিষেধের জন্য আবেদন করেছিলেন। আদালত তা খারিজ করে দিয়েছিলেন। নাগরিকদের অবাধ যাতায়াত মৌলিক অধিকার।

ডিপ্লোম্যাটিক পাসপোর্টের অধিকারী যাঁরা হন, তাঁরা বিমানবন্দরে কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকেন। সাধারণ পাসপোর্ট পাওয়ার পর সেসব সুবিধা রাহুল পাবেন না।