দেব–জুন মালিয়া–হিরণ, ষষ্ঠ দফার ভোটের কার অবস্থা কেমন

অগ্নিমিত্রা পাল, দীপক অধিকারী দেব, হিরণ চট্টোপাধ্যায় ও জুন মালিয়া

ভারতের চলমান লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটেও পশ্চিমবঙ্গে প্রার্থী আছেন কয়েকজন অভিনেতা–অভিনেত্রী। তাঁদের মধ্যে আছেন অভিনেতা দীপক অধিকারী দেব ও হিরন্ময় চট্টোপাধ্যায় হিরণ, অভিনেত্রী জুন মালিয়া। দেব ও জুন মালিয়া দুজনই রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর হিরণ বিজেপির প্রার্থী। তৃণমূলের দুজনই এবার বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন।

ইতিমধ্যে পাঁচ দফা ভোট শেষ হয়েছে। পাঁচ দফায় পশ্চিমবঙ্গে মোট ৪২ আসনের মধ্যে ২৫টিতে ভোট গ্রহণ হয়েছে। বাকি আছে দুই দফা। ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে আগামী শনিবার। এ দফায় পশ্চিমবঙ্গে আট আসনে ভোট হবে। পরের শনিবার (১ জুন) সপ্তম ও শেষ দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে ৯ আসনে।

ষষ্ঠ দফায় এক আসনে মুখোমুখি হচ্ছেন প্রখ্যাত অভিনেতা দেব ও হিরণ, আরেক আসনে অভিনেত্রী জুন মালিয়া ও রাজনৈতিক নেত্রী অগ্নিমিত্রা পাল।

অভিনেতা দীপক অধিকারী দেব দাঁড়িয়েছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস থেকে ঘাস ফুল নিয়ে তিনি দুয়ারে দুয়ারে যাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টিকিটে দেবের প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেক অভিনেতা ও খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। হিরণ অভিনেতা, গায়ক, প্রযোজক। ২০২১ সালে বিজেপির টিকিটে খড়গপুর বিধানসভার বিধায়ক হয়েছেন।

দেব ২০১৪ সাল থেকে ঘাটালের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। বলা যায়, তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি জিতে এসেছেন। তবে এ আসনে ঘাস ফুলের সঙ্গে পদ্ম ফুলের (বিজেপি) জোর লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।  যদিও দেব বলছেন, ‘হিরণকে নিয়ে ভাবছি না।’

মেদিনীপুর আসনে শনিবারের লোকসভা নির্বাচনে ঘাস ফুল নিয়ে মাঠে নেমেছেন আরেক নামী অভিনেত্রী জুন মালিয়া। তিনিই এ আসনের বর্তমান বিধায়ক। এ আসনে বিজেপি থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী অগ্নিমিত্রা পাল। তিনি বর্তমানে আসানসোল বিধানসভা আসনের বিজেপির বিধায়ক। অগ্নিমিত্রা পাল ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত। এখন তিনি বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি। ঘাটালের মতো মেদিনীপুর আসনেও শনিবার ঘাস ফুল ও পদ্ম ফুলের মধ্যে লড়াই জমে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।