সূর্য থেকে কতটুকু দূরত্বে থাকবে আদিত্য-এল১
সূর্য নিয়ে গবেষণা করতে আজ শনিবার আদিত্য-এল১ নামের মহাকাশযান উৎক্ষেপণ করেছে ভারত। কদিন আগেই ভারতের পাঠানো চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। তবে আদিত্য-এল১ সূর্যাভিযানে গেলেও এটি সূর্যে অবতরণ করবে না। এটি সূর্যের খুব কাছাকাছিও যাবে না।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) তথ্য অনুযায়ী, মহাকাশযানটি পৃথিবী থেকে সূর্যের পথে ১৫ লাখ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। এ পথ পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্বের ১ শতাংশ। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। সূর্য হলো বিশালাকারের গ্যাসের গোলক। আদিত্য-এল১ মূলত সূর্যের বাইরের পরিমণ্ডল নিয়ে গবেষণা করবে।
সূর্যাভিযানে উৎক্ষেপণ করা ভারতীয় যান আদিত্য-এল১ হলো একটি কৃত্রিম উপগ্রহ। সংস্কৃত ভাষার শব্দ আদিত্য শব্দের অর্থ সূর্য। এল১ দিয়ে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী জায়গা ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-কে বোঝানো হচ্ছে। ল্যাগরেঞ্জ পয়েন্ট ১–এর হ্যালো কক্ষপথে আদিত্য-এল১ অবস্থান করবে।
ইসরো বলছে, মহাকাশযানটিকে এই কক্ষপথে স্থাপনের বড় সুবিধা হলো, সেখান থেকে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সব সময় সূর্যের বিভিন্ন কার্যকলাপ পর্যবেক্ষণ করা যাবে। এ ছাড়া মহাকাশের পরিবেশের ওপর সূর্যের প্রভাব সম্পর্কে জানা যাবে।
আদিত্য-এল১-এর মুখ্য অংশটির নাম দ্য ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ (ভিইএলসি)। এটি স্থলভাগের নিয়ন্ত্রণকক্ষে গবেষণার জন্য প্রতিদিন ১ হাজার ৪৪০টি স্থিরচিত্র পাঠাবে।
সূর্য নিয়ে গবেষণা করতে ভিইএলসিতে সাতটি বিশেষ অংশ (পে লোড) থাকবে। এর মধ্যে চারটি অংশ সূর্যের আলো পর্যবেক্ষণ করবে। অপর তিনটি অংশ প্লাজমা ও চৌম্বকক্ষেত্র-সংক্রান্ত পরিমাপগুলো করবে।