আসিয়ান সম্মেলনে মোদি যাচ্ছেন না কেন
আগামী রবি ও সোমবার কুয়ালালামপুরে বসছে আসিয়ান শীর্ষ সম্মেলন। কয়েক দিন ধরেই এই সম্মেলনে মোদির সম্ভাব্য উপস্থিতি ও সেখানে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে গণমাধ্যম সরগরম ছিল। বৃহস্পতিবার সশরীর কুয়ালালামপুরে হাজির না থাকার মোদির ঘোষণা সেই সব জল্পনা ও সম্ভাব্য বৈঠকের ওপর জল ঢেলে দিল। এরপরও রাজনৈতিক সমালোচনার হাত থেকে প্রধানমন্ত্রী মোদি রেহাই পাচ্ছেন না।