দুর্নীতির মামলায় কেজরিওয়ালকে সিবিআইয়ের তলব

অরবিন্দ কেজরিওয়াল
ছবি: এএনআই

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে তলব করা হয়েছে। সূত্র বলেছে, মাদক বিক্রিসংক্রান্ত নীতিমালা নিয়ে দুর্নীতির অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছে।

সূত্র বলছে, জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল রোববার কেজরিওয়ালকে হাজির হতে বলেছে সিবিআই। ভারতের সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম তদন্তের জন্য কোনো মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় তদন্ত সংস্থায় তলব করা হলো।

সিবিআই সূত্র বলছে, তারা এ ঘটনায় নতুন প্রমাণ পেয়েছে। মুখ্যমন্ত্রীকে এখন জিজ্ঞাসাবাদের যৌক্তিক কারণ আছে বলে মনে করে তারা। সিবিআই সূত্র আরও বলেছে, মুখ্যমন্ত্রীর কাজে ব্যাঘাত না ঘটাতে তাঁকে রোববার তলব করা হয়েছে।

সিবিআইয়ের এমন পদক্ষেপের ব্যাপারে কেজরিওয়াল এখনো কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তিনি বলেছিলেন, মাদক কেলেঙ্কারির মতো কিছু হয়নি।

কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগকে বিজেপির প্রতিহিংসা বলে উল্লেখ করেছে আম আদমি পার্টি। একে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন কড়া সমালোচককে হয়রানির প্রচেষ্টা বলে উল্লেখ করেছে তারা।

দলটির জ্যেষ্ঠ নেতা সঞ্জয় সিং বলেন, ‘আম আদমি পার্টির একজন নেতাও উদ্দেশ্যপ্রণোদিত এসব অভিযোগে ভীত হবেন না। মোদির নেতৃত্বাধীন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’

গত বছর দিল্লি সরকার আবগারি নীতি বদল করে। সরকারি নিয়ন্ত্রণ তুলে দিয়ে মদ বিক্রির বেসরকারীকরণ করা হয়। কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে অভিযোগ হলো, এ নীতিমালা সরকারের নিয়ন্ত্রণে না থাকায় বেসরকারি খুচরা বিক্রেতারা ফায়দা লুটবেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে একই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করে সিবিআই।

কেজরিওয়ালকে এমন সময় তলব করা হলো, যখন তাঁর দল আম আদমি পার্টি নিজেদের জাতীয়ভাবে মোদির দল বিজেপির প্রধান বিকল্প হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।