দায়ীদের কঠোর শাস্তি দেওয়া হবে: নরেন্দ্র মোদি

বালাসোরে ট্রেন দুর্ঘটনার স্থল পরিদর্শনের সময় উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদিছবি: এএনআই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওডিশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্থল আজ শনিবার বিকেলে পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনায় দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন।

গতকাল শুক্রবার রাতে ভারতের পূর্বাঞ্চলের ওডিশা রাজ্যের বালাসোর এলাকায় তিনটি ট্রেনের সংঘর্ষ হয়। সরকারি হিসাবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা অন্তত ২৮৮। আর আহত হয়েছেন প্রায় ৮০৩ জন। এই ট্রেন দুর্ঘটনাকে ২০ বছরের বেশি সময়ের মধ্যে ভয়াবহ বলা হচ্ছে।

আরও পড়ুন
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বালাসোর জেলা হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের দেখতে যান নরেন্দ্র মোদি
ছবি: এএনআই

বিমানবাহিনীর হেলিকপ্টারে করে আজ বিকেলে মোদি ঘটনাস্থলের কাছে যান। ঘটনাস্থল পরিদর্শন করার সময় মোদি বলেন, ‘এই দুর্ঘটনায় যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের পাশে সরকার আছে। এটি খুবই কষ্টের ঘটনা। আহত ব্যক্তিদের চিকিৎসায় সরকার কোনো কসরত বাকি রাখবে না। এটি একটি গুরুতর ঘটনা। সব দিক দিয়ে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হবে।’

ঘটনাস্থল থেকে তিনি মন্ত্রিপরিষদ সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি আহত ব্যক্তিদের চিকিৎসায় ও তাঁদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে বলেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী মোদি আরও বলেছেন, শোকাহত পরিবারগুলো যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে প্রয়োজনীয় সহায়তা পান, তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শনিবার বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঘটনাস্থলের কাছে যান। তিনি এ দুর্ঘটনার শিকার হয়ে বালাসোর জেলা হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের দেখতে যান।

এর আগে আজ প্রধানমন্ত্রী মোদি দুর্ঘটনার বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠক করেন।

আরও পড়ুন