কলকাতা বইমেলা উদ্বোধনের পরই বাংলাদেশ প্যাভিলিয়নে ভিড়

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন বানানো হয়েছে ইউনেসকোর স্বীকৃতি পাওয়া ঢাকার রিকশার চিত্রকলা নিয়েছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গে ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বইমেলা গত বৃহস্পতিবার শুরু হয়েছে। শুরুর দিন থেকেই মেলার বাংলাদেশ প্যাভিলিয়নে ভিড় দেখা যাচ্ছে; যদিও গতকাল শুক্রবার বাংলাদেশ প্যাভিলিয়ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

গতকাল বিকেলে বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

প্যাভিলিয়নটি বানানো হয়েছে ইউনেসকোর স্বীকৃতি পাওয়া ঢাকার রিকশার চিত্রকলা নিয়ে।

এবারের মেলায় বাংলাদেশের ১০টি সরকারিসহ ৪৩টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। রয়েছে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, জাতীয় জাদুঘর, ইসলামিক ফাউন্ডেশন, পাঠক সমাজ, আগামী প্রকাশনী, অনন্যা, ইউপিএল, জ্ঞানকোষ প্রকাশনী, অনুপম প্রকাশনী, প্রথমা প্রকাশন, তাম্রলিপি, জাতীয় সাহিত্য প্রকাশ, সময় প্রকাশন, অন্যপ্রকাশ, গতিধারা, কথা প্রকাশ, কাকলী প্রকাশ, পুথি নিলয়, পাঞ্জেরী পাবলিকেশনস, ভাষাচিত্র, অনিন্দ্য প্রকাশ, বাতিঘর ইত্যাদি প্রকাশনা সংস্থা।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবার ৪৭ বছরে পা দিয়েছে। মেলার আয়োজক সংস্থা কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। বৃহস্পতিবার কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বইপ্রেমী, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বইমেলা উন্মুক্ত থাকবে।

এবারের বইমেলার থিম কান্ট্রি যুক্তরাজ্য। ১৯৯৮ ও ২০১৫ সালেও থিম কান্ট্রি ছিল দেশটি। এবার মেলায় যোগ দিয়েছে ১১টি দেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক প্রকাশনা সংস্থা। দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া ও জার্মানি।

আরও পড়ুন

‘বাংলাদেশ দিবস’ আজ

কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে আজ শনিবার (২০ জানুয়ারি) পালিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষে আজ বিকেলে আয়োজন করা হয়েছে এক বিশেষ সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। প্রধান আলোচক থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

আলোচনায় আরও অংশ নেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, সংস্কৃতজন রামেন্দু মজুমদার, অধ্যাপক চিন্ময় গুহ, কবি সুবোধ সরকার, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

আরও পড়ুন