পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস শপথ নিলেন

সিভি আনন্দ বোস
ছবি : এএনআই

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন সিভি আনন্দ বোস। আজ বুধবার সকালে আনন্দ বোসকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিধায়ক ও কলকাতার বিশিষ্টজনেরা। রাজ্যপালের দপ্তর রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও উপস্থিত ছিলেন। তবে অনুপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

গত আগস্টে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনখড় ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর স্থলে এত দিন অস্থায়ীভাবে রাজ্যপাল হিসেবে বাড়তি দায়িত্ব পালন করছিলেন মেঘালয়ের রাজ্যপাল লা গণেশন।

নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের জন্ম ১৯৫১ সালের ২ জানুয়ারি কেরালার কোট্টায়ামে। সাবেক এই আইএএস কর্মকর্তা মেঘালয় সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। কেরালার মুখ্যমন্ত্রীর সচিব হিসেবেও কাজ করেছেন তিনি।

পেয়েছেন ২৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। ছিলেন মেধাবী ছাত্রও। শিক্ষাজীবনে ১০০টির বেশি পদক পেয়েছেন। এর মধ্যে ১৫টি স্বর্ণপদক। ইংরেজি, হিন্দি ও মালয়ালম ভাষায় দক্ষ তিনি। লিখেছেন ৪০টি বইও।

সদ্য সাবেক রাজ্যপাল লা গণেশনের কাজে সন্তুষ্ট ছিল না বিজেপি। তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খাতির রাখার অভিযোগ তোলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপূজায় অংশ নিয়েছিলেন তিনি। আবার চেন্নাইয়ে গণেশনের ভাইয়ের জন্মদিনে মমতা যোগ দিয়েছিলেন।