অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাসভবন নিয়ে শুনানি পেছাল

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন
ছবিটি টুইটার থেকে নেওয়া

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের শান্তিনিকেতনের পৈতৃক বাড়ি ‘প্রতীচী’র জমি বিতর্ক নিয়ে বিশ্বভারতীর দায়েরকৃত মামলার শুনানি পিছিয়েছে। গতকাল বৃহস্পতিকাল শুনানির তারিখ পিছিয়ে ৬ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিশ্বভারতীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল অমর্ত্য সেনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের শুনানির দিন ধার্য করা ছিল। কিন্তু সেখানে তিনি বা তাঁর আইনজীবী কেউই উপস্থিত হননি। শুনানির নতুন দিন ধার্য করার পাশাপাশি ১৮ এপ্রিলের মধ্যে অমর্ত্য সেনকে তাঁর বক্তব্য ই-মেইলযোগে বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানাতে হবে।

অমর্ত্য সেন বিশ্বভারতীর দায়েরকৃত মামলার শুনানির জন্য এর আগে তিন মাস সময় চেয়েছিলেন। কিন্তু তা খারিজ করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এদিকে অমর্ত্য সেনের বাড়ি দেখভাল করার দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার বোলপুরের মহকুমা শাসকের আদালতে একটি মামলা দায়ের করেছেন। তাঁর আরজি, অমর্ত্য সেন বিদেশ থেকে না ফেরা পর্যন্ত যেন তাঁর বাড়িতে উচ্ছেদের নামে কোনো শান্তিভঙ্গ না হয়।

মামলা দায়েরের পর আদালত অমর্ত্য সেনের বাসভবন রক্ষা করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় অমর্ত্য সেনের বাসভবন রয়েছে। সেই বাসভবনে ১৩ ডেসিমেল জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতী কর্তৃপক্ষের।

অমর্ত্য সেন দাবি করেছেন, ওই জমি তাঁর বাবার আমলের। ১৯৪৩ সালে অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই জমি লিজ দিয়েছিল। সেই জমি এখন অমর্ত্য সেনের নামে বীরভূমের বোলপুরের ভূমি দপ্তর থেকে মিউটেশনও করা হয়েছে। সুতরাং অবৈধ দখলের প্রশ্ন নেই।