সুন্দরবনের ভারতীয় অংশ থেকে ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সুন্দরবন কোস্টাল পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের কর্মী আছেন বলে সন্দেহ করা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিরা সুন্দরবনের ঝিলা জঙ্গলে লুকিয়ে ছিলেন। তাঁদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও তিনটি শিশু রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শনিবার কলকাতার আলীপুর আদালতে তোলা হয়। তাঁদের মধ্যে চারজন পুরুষকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। চারজন নারীকে কারা হেফাজতে পাঠানো হয়েছে। আর তিন শিশুকে শিশু কল্যাণ কমিটির হেফাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।