ভারতকে আরও এস-৪০০ দেবে রাশিয়া
রাশিয়া ভারতকে অতিরিক্ত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে আগ্রহী, এ নিয়ে আলোচনা চলছে। রুশ সামরিক রপ্তানি বিভাগের প্রধান দিমিত্রি শুগায়েভ জানান, আগে করা চুক্তি অনুযায়ী কয়েকটি এস-৪০০ ব্যবস্থা ভারতকে দেওয়া হয়েছে। নতুন করে এই সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। ২০১৮ সালে ৫৫০ কোটি ডলারের চুক্তিতে পাঁচটি এস-৪০০ দেওয়ার কথা ছিল, যার মধ্যে তিনটি সরবরাহ করা হয়েছে। ভারতের অস্ত্র আমদানির ৩৬ শতাংশই করে রাশিয়া থেকে।