‘ভারতকে টুকরো করে দাও’, অস্ট্রিয়ার অর্থনীতিবিদের পোস্ট
অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্থার ফেহলিংগার-জানের 'ভারতকে টুকরো করে দাও' আহ্বানের জেরে ভারতে তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। তিনি নরেন্দ্র মোদিকে 'রাশিয়ার লোক' আখ্যা দিয়ে খালিস্তানপন্থী প্ল্যাটফর্মকে সমর্থনের কথা জানান। তাঁর পোস্টে ভারতের বিতর্কিত মানচিত্র সংযুক্ত ছিল। প্রিয়াঙ্কা চতুর্বেদী একে 'পাগলের প্রলাপ' আখ্যা দিয়েছেন। পুতিন সম্প্রতি 'বহুমেরু বিশ্বব্যবস্থা'র ওপর জোর দিয়েছেন।