রামমন্দিরের পাল্টা ‘সংহতি দিবস’ কর্মসূচি ঘোষণা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি: প্রথম আলো

ভারতের অযোধ্যায় ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ওই দিন সকালে দক্ষিণ কলকাতায় তাঁর বাসভবনের কাছে কালীঘাটের কালীমন্দিরে পূজা দেবেন তিনি। এরপর পদযাত্রা করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে একটি জনসভা করবেন।

গতকাল মঙ্গলবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করছেন বিভিন্ন মন্দির নিয়ে। আমার এ নিয়ে কিছু বলার নেই। আমি সব সময় বলেছি, ধর্ম যার যার, উৎসব সবার।’ এরপরে তিনি ঘোষণা করেন, ২২ জানুয়ারি সকাল থেকে তিনি সর্বধর্ম সমন্বয়ে নানা কর্মসূচি পালন করবেন।

সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে ২৩ জানুয়ারি (সুভাষচন্দ্র বসুর জন্মদিন) আছে, ২৬ (ভারতের প্রজাতন্ত্র দিবস) আছে। এবারে একটা দলের প্রোগ্রাম হবে ২২ জানুয়ারি। আমি নিজে একটা মিছিল করব। আমি প্রথমে (কালীঘাটের) কালীমন্দিরে যাব, কিন্তু সেখানে সবাই যাবে না। আমি সেখানে মা কালীকে পূজা দিয়ে হাজরা মোড় থেকে সব ধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে একটা মিটিং করব। সমাবেশে যোগদানের জন্য সবাইকে স্বাগত। সেখানে সব ধর্মের মানুষ উপস্থিত থাকবেন।’

এই কর্মসূচির মাধ্যমে কার্যত পশ্চিমবঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন মমতা। কারণ, একই দিন রামমন্দির উদ্বোধন উপলক্ষে পশ্চিমবঙ্গসহ দেশজুড়ে নানা অনুষ্ঠান পালন করবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখেই এই ধর্মীয় অনুষ্ঠান পালনে মাঠে নেমেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন, তিনি ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা মা কালীকে ছুঁয়ে এবং যাবতীয় মন্দির, মসজিদ, গুরু দোয়ারা, গির্জা ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে মিছিল করব। এটা হবে সংহতি মিছিল।’ একই সঙ্গে এটি যে বিজেপির মতোই একধরনের রাজনৈতিক কর্মসূচি হবে, তা–ও ঘোষণা করেন মমতা, ‘এটা আমাদের দলীয় প্রোগ্রাম। ২২ জানুয়ারি প্রতিটি জেলার প্রতিটি ব্লকে সম্প্রীতি মিছিল হবে, সবাইকে সঙ্গে নিয়ে।’

সংবাদ সম্মেলনে রামমন্দির প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করলেও বিজেপি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি অন্যদের দিকে আঙুল তুলছে, কিন্তু সবাই জানে, তারাই সবচেয়ে বড় চোর।’

সাম্প্রদায়িক অস্থিরতা বৃদ্ধির চেষ্টার প্রতিবাদে আগামী কয়েক দিন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্টও (সিপিআইএম) রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি পালন করবে। গতকাল এ তথ্য জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।