পশ্চিমবঙ্গে ইলিশ ধরা পড়ছে এবার বেশি

ফ্রেজারগঞ্জের ইলিশ মাছের আড়তের সামনে ইলিশ ধরার ট্রলার
ছবি: অমর সাহা

দুই মাস বন্ধ থাকার পর ১৫ জুন ইলিশ ধরার ওপর থেকে পশ্চিমবঙ্গ সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। ওই দিন গভীর রাতেই পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার অন্তত আড়াইহাজার ট্রলারে করে জেলেরা ইলিশ ধরতে সমুদ্রে পাড়ি জমান। ট্রলারগুলো ফিরে আসার পর দেখা গেছে, এবার ইলিশ ধরার হার আগের বছরগুলোর চেয়ে বেশি। এতে জেলেদের মুখে হাসি ফুটেছে।

গত চার দিনে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর, বকখালি, পাথরপ্রতিমা, ডায়মন্ড হারবার এলাকার মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে ইলিশ। আর তা বিক্রিও হচ্ছে ডায়মন্ড হারবারের নগেন্দ্র পাইকারি বাজারে। তারপর সেখান থেকে চলে যাচ্ছে কলকাতা, হাওড়ার পাইকারি বাজারে।

সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র প্রথম আলোকে বলেছেন, ‘আমরা আশা করছি, এবার আমাদের ইলিশের খরা কাটিয়ে প্রচুর ইলিশ ধরতে পারব।’  

পরপর চার বছর এই সমুদ্রে জেলেরা ইলিশ না পাওয়ায় হতাশ হয়ে পড়েন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।

সতীনাথ পাত্র বলেছেন, গতকাল শনিবার ডায়মন্ড হারবারের নগেন্দ্র পাইকারি বাজারে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে ৭০০ থেকে ৭৫০ রুপিতে। আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ৮০০ থেকে ৯০০ রুপিতে। তবে এক কেজি ওজনের ইলিশ কিনতে হয়েছে দেড় হাজার রুপিতে।

এবার আবহাওয়া অনুকূলে থাকায় ইলিশ ভালো মিলছে বলে মনে করছেন জেলেরা।ফ্রেজারগঞ্জের মৎস্য আড়তের ইলিশ ব্যবসায়ী বাবলু সরদার প্রথম আলোকে বলেছেন, ‘আমরা অপেক্ষা করছি আরও বেশি পরিমাণ ইলিশ ধরার জন্য। আমরা আশা করছি, এবার আমাদের জালে প্রচুর ইলিশ উঠবে।’

আর কলকাতার ফিশ ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস আজ রোববার সকালে প্রথম আলোকে বলেছেন, ‘সাধারণত শ্রাবণ মাসেই বেশি ইলিশ ধরা পড়ে। কিন্তু এবার আষাঢ় মাসে ইলিশ ধরা পড়ায় আমরা দারুণ আশাবাদী। সত্যিই হয়তো এবার আমাদের ইলিশের খরা কেটে যাওয়ার পথ খুলে যাবে।’  

কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতি বলেছেন, এই রাজ্যের ইলিশ ধরার কাজে নিয়োজিত রয়েছে ১১ হাজার মাছের ট্রলার।

এ বছর ইলিশ ধরার নিষেধাজ্ঞা জারি হয়েছিল ১৫ এপ্রিল থেকে। রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছাড়াও পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর, তাজপুর এবং উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার সমুদ্র উপকূলের কয়েক শ জেলেও ট্রলার নিয়ে সমুদ্রে নেমেছেন ইলিশ ধরতে।