আম্বানির ছেলের ঘড়ি দেখে মুগ্ধ জাকারবার্গ-প্রিসিলা, দাম কত

অনন্ত আম্বানির হাতঘড়ি দেখে মুগ্ধ হয়েছেন মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানছবি: এক্সে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক্-বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। অনুষ্ঠানে এসে অনন্ত আম্বানির হাতঘড়ি দেখে মুগ্ধ হন জাকারবার্গ-চ্যান দম্পতি।

জাকারবার্গ-প্রিসিলা দম্পতির মুগ্ধতার এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনন্ত আম্বানির হাতঘড়িটি কোন ব্র্যান্ডের, এর দাম-ই-বা কত, তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

ভারতের গুজরাটের জামনগরে ১ থেকে ৩ মার্চ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জমকালো প্রাক্-বিয়ের অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ভারতের রাজনীতি, ব্যবসা, ক্রীড়া, চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনেক আলোচিত বিদেশি অতিথিও অনুষ্ঠানে ছিলেন।

বিদেশি অতিথিদের মধ্যে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, তাঁর স্ত্রী চ্যান, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই অন্যতম।

অনুষ্ঠানের একটি ছড়িয়ে পড়া (ভাইরাল) ভিডিওতে দেখা যায়, অনন্ত আম্বানি, জাকারবার্গ, প্রিসিলাসহ কয়েকজন গোল হয়ে দাঁড়িয়ে কথা বলছেন। একপর্যায়ে অনন্ত আম্বানির হাতঘড়িটি ধরতে দেখা যায় চ্যানকে।

টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইসম, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এই ভিডিওটি নিয়ে খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, অনুষ্ঠানে অনন্ত আম্বানির হাতঘড়ি দেখে মুগ্ধ হয়ে যান জাকারবার্গ-প্রিসিলা দম্পতি।

যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়, অনুষ্ঠানে অনন্ত আম্বানির ঘড়ির প্রতি ইঙ্গিত করে প্রিসিলা বলেন, ‘আপনার ঘড়িটা তো চমৎকার। এটি খুবই সুন্দর।’

স্ত্রীর সঙ্গে একমত হয়ে জাকারবার্গ বলেন, ‘আমি আগেই তাঁকে (অনন্ত) বলেছি।’

প্রিসিলা বলেন, এই ঘড়ি কারা বানায়?

জবাবে অনন্ত আম্বানি বলেন, রিচার্ড মিল।

জাকারবার্গ বলেন, ঘড়ির বিষয়ে তাঁর আগে তেমন আগ্রহ ছিল না। কিন্তু এটি দেখার পর তাঁর এখন মনে হচ্ছে, ঘড়ি সুন্দর।

সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি নির্মাতা রিচার্ড মিলের কোন মডেলের হাতঘড়ি অনন্ত আম্বানি তখন পরেছিলেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে আম্বানির প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে বিজনেস ইনসাইডারের প্রশ্নের জবাব দেননি।

অনন্ত আম্বানির হাতঘড়িটির দাম নিয়ে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা চলছে। কেউ কেউ সম্ভাব্য দাম বলছেন।

কেউ বলছেন, ঘড়িটির দাম ভারতীয় রুপিতে ১০ কোটি হতে পারে। কেউ আবার বলছেন, দাম এর চেয়ে বেশি হবে।

অবশ্য জিকিউ ইন্ডিয়া নামের একটি সাময়িকী বলছে, ঘড়িটির দাম ১৮ দশমিক ২ কোটি রুপি হতে পারে।