তৃণমূলকে হটাতে বাম–কংগ্রেসের হাত ধরতে চান মিঠুন চক্রবর্তী

অভিনেতা মিঠুন চক্রবর্তী
ছবি: ভাস্কর মুখার্জি

বলিউড তারকা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হারাতে বাম ও কংগ্রেসের হাত ধরতে তাঁর আপত্তি নেই। আজ শনিবার পশ্চিম বর্ধমানের আসানসোলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মিঠুন।

আগামী বছরের প্রথম দিকে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। ত্রিস্তরীয় এই পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০ গ্রাম পঞ্চায়েত, ৯ হাজার ২১৭ পঞ্চায়েত সমিতি এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে বিজেপির পক্ষে প্রচারের জন্য এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন মিঠুন। তিনি বিজেপিকে বিপুল ভোটে জয়ী করতে আহ্বান জানিয়েছেন।

প্রচারের কাজে পুরুলিয়া, বাঁকুড়া সফর শেষে আজ আসানসোলে আসেন মিঠুন। সেখানে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারাতে প্রয়োজনে বাম ও কংগ্রেসের হাত ধরে নির্বাচনে লড়ার পক্ষে আমি। এটা আমার নিজের কথা, দলের নয়। আমি দলের মুখপাত্র নই, তাই আনুষ্ঠানিকভাবে বলতে পারি না। এটা আনুষ্ঠানিকভাবে বলা যায় না।’

মিঠুন বলেন, ‘সিপিএমকে হারাতে এই রাজ্যে সব দল একজোট হয়েছিল সেদিন। বিজেপি তখন ছোট দল হলেও সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিল। তাই পঞ্চায়েত নির্বাচনে একজোট হতে পারলে তৃণমূলকে হারানো সম্ভব। শুধু পঞ্চায়েত কেন, জাতীয় নির্বাচনেও হারানো যাবে তৃণমূলকে। এমনকি এই রাজ্যের শাসনক্ষমতায় চলে আসতে পারে বিজেপি।’

আসানসোলের সংবাদ সম্মেলনে মিঠুনের পাশে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মিঠুনের এই মন্তব্যের পর তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, মিঠুন চক্রবর্তী শেষ পর্যন্ত স্বীকার করে নিলেন, এই রাজ্যে কোনো দলেরই তৃণমূলকে পরাস্ত করা সম্ভব নয়।