ভারতের দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বাসায় গিয়েছেন। ‘ভারত জোড়ো যাত্রায়’ রাহুলের দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে পুলিশ তাঁর বাড়িতে গিয়েছে।

১৬ মার্চ পুলিশ কংগ্রেস নেতা রাহুলকে নোটিশ দেয়। ওই নোটিশে যেসব নারী যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে রাহুলের কাছে গিয়েছিলেন, তাঁদের ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়। পুলিশ বলেছে, ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালে শ্রীনগরে দেওয়া এক বিবৃতিতে রাহুল বলেছেন, ‘আমি শুনেছি, নারীদের ওপর এখনো যৌন নিপীড়ন চালানো হচ্ছে’।

দিল্লি পুলিশ এসব নারীর বিষয়ে বিস্তারিত তথ্য রাহুলের কাছে জানতে চেয়েছে, যাতে তারা আইনি পদক্ষেপ নিতে পারে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, রাজ্যসভার বিরোধী দলের নেতা অভিষেক মানু সিংভি, জয়রাম রমেশসহ শীর্ষ কংগ্রেস নেতারা রাহুলের বাড়িতে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে আমলে নিয়ে পুলিশ রাহুল গান্ধীর কাছে একটি প্রশ্নপত্র পাঠিয়েছে। তবে রাহুল এতে সাড়া দেননি। পুলিশের বিশেষ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই সব নারীর বিষয়ে তথ্য জানতে রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন।

কংগ্রেসের শীর্ষ নেতারা বলছেন, রাহুলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত বা অভিযোগের ভিত্তিতে নোটিশ জারির কোনো আইনি ভিত্তি নেই। কংগ্রেস এটিকে পুলিশের আরেক ধরনের হয়রানি হিসেবে দেখছে।

কংগ্রেস বলছে, পুলিশ রাহুলকে বিবৃতি দিতে পারে, কিন্তু নিপীড়নের শিকার নারীদের নাম বলতে বাধ্য করতে পারে না। পুরো পদক্ষেপটি ভুয়া বলছে পুলিশ।

কংগ্রেস নেতা পবন খেরা প্রশ্ন তুলে বলেছেন, ভারত জোড়া যাত্রা শেষ হওয়ার ৪৫ দিন পর পুলিশ কেন এমন প্রশ্ন তুলেছে? সরকার ভয় পেয়েছে বলেন তিনি।