মোদি ভালো, বিজেপি খারাপ: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি এখন আর প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে নেই। সেগুলো চলে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। তিনি আরও বলেন, ‘মোদি ভালো, বিজেপি খারাপ। আমি বিশ্বাস করি, মোদি এটা করতে পারেন না। এটা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।’

পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তা এবং সিবিআই, ইডি, আয়কর দপ্তর ও বিএসএফের নানা অভিযোগের কথা তুলে আজ সোমবার রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাস হয়। এতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অধিবেশনে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগ এনে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব উত্থাপন করেন তৃণমূল বিধায়ক তাপস রায় ও নির্মল ঘোষ।

মমতা এই অধিবেশনে যোগ দিয়ে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কড়া ভাষায় অভিযোগ তোলেন। তিনি বলেছেন, নারদ-কাণ্ডে এই রাজ্যের বিরোধী দলের নেতা (শুভেন্দু অধিকারী) জড়িয়ে পড়লেও কেন্দ্রীয় এজেন্সি তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাঁর বাড়ি তল্লাশি হচ্ছে না। মমতা আরও বলেছেন, কলকাতায় ইডি ২১টি অভিযান চালিয়েছে। এক মাসে সিবিআই ও ইডি ১০৮টি মামলা করেছে।

এ সময় পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এজেন্সি নিয়ে তৃণমূলের প্রস্তাব এই রাজ্যে কোনো প্রভাব ফেলবে না। আমাদের চোর ধরো, জেলে ভরো আন্দোলন চলবে।’