মালা দিতে গিয়ে কংগ্রেস প্রার্থী কানহাইয়াকে লাঞ্ছিত করার অভিযোগ
ভারতের লোকসভা নির্বাচনে উত্তর–পূর্ব দিল্লি আসনের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার নির্বাচনী প্রচারে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর প্রচার শিবির। গতকাল শুক্রবার নিউ উসমানপুরে এ ঘটনা ঘটেছে।
কানহাইয়া কুমারের দল দ্য হিন্দুকে বলেছে, মালা দেওয়ার অভিনয় করে এই কংগ্রেস নেতার গায়ে হাত তুলেছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। তাকে লক্ষ্য করে কালিও ছোড়া হয়েছে। পরিস্থিতি সহিংস হয়ে পড়লে আরও কয়েকজন এতে জড়িয়ে পড়েন।
দিল্লি পুলিশ বলেছে, আম আদমি পার্টির (এএপি) কাউন্সিলর ছায়া শর্মা একটি অভিযোগ দায়ের করেছেন।
উত্তর–পূর্ব দিল্লি পুলিশের উপকমিশনার জয় তিরকি বলেন, ‘এএপি কাউন্সিলর (ছায়া শর্মা) জনসমাবেশ করছিলেন। এরপর তিনি কানহাইয়াকে বিদায় জানাতে নিচে নেমে আসেন। কয়েকজন ব্যক্তি কানহাইয়ার গলায় মালা পরাতে আসেন। এরপর তাঁরা তাঁর (কানহাইয়া) দিকে কালি ছুড়ে মারেন এবং অপদস্থ করার চেষ্টা করেন। শর্মা তাঁদের থামানোর চেষ্টা করলে তাঁরা তাঁকে হুমকি দেন এবং অসদাচরণ করেন।’
জয় তিরকি আরও বলেন, ছায়া শর্মার অভিযোগের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।
সহযোগীদের অভিযোগ, রাজনৈতিক বিরোধী মনোজ তিওয়ারির নির্দেশে কানহাইয়া কুমারকে লাঞ্ছিত করা হয়েছে। মনোজ উত্তর-পূর্ব দিল্লি আসনের বিজেপি প্রার্থী।
কানহাইয়ার প্রচারশিবির বলছে, ‘কানহাইয়া কুমারের প্রতি জনসমর্থন দেখে মনোজ তিওয়ারি হতাশ এবং হেরে যাওয়ার ভয় করছেন। তিনি তাঁর গুন্ডাদের পাঠিয়ে আমাদের প্রার্থীর ওপর হামলা করার প্রচেষ্টা চালিয়েছেন।’
তিওয়ারির প্রচারণা দলের সদস্য এবং বিজেপি নেতা নীলকান্ত বকশি দ্য হিন্দুকে বলেন, ঘটনাটির সঙ্গে বিজেপির কোনো যোগসূত্র নেই। তিনি আরও বলেন, ‘নির্বাচনে পরাজিত হবেন জেনে কানহাইয়া কুমার এ ধরনের নোংরা রাজনীতিতে জড়াচ্ছেন। এ ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। এটি কংগ্রেস ও এএপিরই পরিকল্পনার অংশ।’