মমতার পদত্যাগের দাবিতে কলকাতায় বিজেপির মিছিল
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে প্রতিবাদ মিছিল করেছে বিজেপি। মিছিল চলাকালে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। এ সময় দলটির কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
মমতার পদত্যাগ চেয়ে বৃহস্পতিবার বিকেলে কলকাতার রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্দেশে মিছিল শুরু করেন বিজেপির নেতা-কর্মীরা। পথে সল্টলেকের ইন্দিরা ভবনের সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ। বিজেপির নেতা-কর্মীরা পুলিশের চারটি ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতে থাকেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। সংঘর্ষের সময় বিজেপির নেতা শুভেন্দু অধিকারি, সাংসদ শমীক ভট্টাচার্যসহ দলটির কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে নারী চিকিৎসক হত্যাকাণ্ড, এফআইআর নিয়ে টালবাহানা এবং সুরতহাল ও ময়নাতদন্তের পর ইউডি মামলা করার বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করেন ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত আরও জানান, এই হত্যাকাণ্ড ঘিরে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্ত চলবে। এ ঘটনায় করা মামলায় কলকাতার এক পুলিশ কর্মকর্তাকে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে চলমান আন্দোলনে যোগ দেওয়া কোনো চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার নির্দেশও দিয়েছেন সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া যাবে না।