পশ্চিমবঙ্গে বাংলাদেশি আইনজীবীর সঙ্গে বিজেপি নেতার সাক্ষাৎ, চিন্ময়ের পক্ষে লড়াইয়ের জন্য প্রশংসা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা অর্জুন সিংফাইল ছবি: এএনআই

চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ানো বাংলাদেশি আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা অর্জুন সিং। মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে তাঁদের এ সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য রবীন্দ্র ঘোষের প্রশংসা করেন অর্জুন সিং।

রবীন্দ্র ঘোষ বর্তমানে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। তিনি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ নামের একটি সংগঠনের সভাপতি। তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে সোচ্চার এবং চিন্ময় কৃষ্ণ দাশের পক্ষে দাঁড়ানোয় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে অংশ নিতে ১২ ডিসেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন রবীন্দ্র ঘোষ। তখন চিন্ময় কৃষ্ণ দাশের পক্ষে ওকালতনামা তিনি আদালতে দাখিল করতে পারেননি।

পিটিআইর খবরে বলা হয়েছে, রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ শেষে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ‘বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যেন ন্যায়বিচার পান, সে জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন রবীন্দ্র ঘোষ। আমরা তাঁর এই সাহসিকতার প্রশংসা করছি। জীবননাশের হুমকি সত্ত্বেও তাঁর নিরলস প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করেছে।’

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় নেতা কার্তিক মহারাজ। তিনি বলেন, ‘ন্যায়বিচারের প্রতি রবীন্দ্র ঘোষের যে প্রতিশ্রুতি, তা মানবতার প্রকৃত চেতনাকে তুলে ধরেছে। এই কারণে তাঁকে সমর্থন করা আমাদের দায়িত্ব।’

এ সময় রবীন্দ্র ঘোষ যেকোনো অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।