পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়েন সেখানে উপস্থিত বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। আজ শনিবার কোচবিহারের দিনহাটা মহকুমার বুড়িরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিজ জেলা কোচবিহারে আজ দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন নিশীথ প্রামাণিক। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা বুড়িরহাটায় পৌঁছালে তৃণমূলের নেতা-কর্মীরা নিশীথ প্রামাণিকের গাড়িবহর থামিয়ে দেন। এ সময় কালো পতাকা দেখান এবং স্লোগান দিতে থাকেন তৃণমূলের লোকজন।

এর একপর্যায়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা চালানো হয়। ইটপাটকেলের আঘাতে ক্ষয়ক্ষতি হয় গাড়িটির। এ সময় নিরাপত্তাকর্মীরা নিশীথ প্রামাণিককে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। ততক্ষণে তৃণমূল ও বিজেপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। ফাটানো হয় বোমা। জবাবে পুলিশও কাঁদানে গ্যাস ছোড়ে।

তৃণমূলের দাবি, সংঘর্ষের সময় তৃণমূলের বুড়িরহাট অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বিজেপির নেতা-কর্মীরা। অপর দিকে বিজেপির দাবি, সংঘর্ষের সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। বলতে গেলে, তারা তৃণমূলের হয়েই কাজ করেছে।

এদিকে আজ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে একটি সভায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যোগ দিতে গেলে তৃণমূলের নেতা-কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ করেন। এই ঘটনায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের হস্তক্ষেপ কামনা করে সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূল একটি অসভ্য রাজনৈতিক দল। এই ঘটনায় এ রাজ্যের গণতন্ত্র বিপন্ন হবে।

এ বিষয়ে তৃণমূলের নেতা ও মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, বিজেপির পায়ের তলার মাটি নেই। তাই সন্ত্রাস করে তারা এই রাজ্যে দাঁড়াতে চায়। তাই তো আজ দুষ্কৃতকারীরা বিরাট গাড়িবহর নিয়ে এসেছিল। মানুষ তাদের গ্রহণ করেনি।