ভারতের আজকের নির্বাচনে রাহুলসহ হেভিওয়েট প্রার্থী যাঁরা

রাহুল গান্ধী (বাঁয়ে) ও হেমা মালিনী (ডানে)ছবি: রয়টার্স ও এএফপি ফাইল ছবি

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ শুক্রবার ১৩টি রাজ্যের ৮৮টি নির্বাচনী আসনে ভোট গ্রহণ চলছে। আজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন। তাঁরা হলেন রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী।

রাহুল গান্ধী- ভারতের প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী কেরালা রাজ্যের ওয়ানাড আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কে সুরেন্দ্রন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী। তিনি কেরালা বিজেপির সভাপতি।

শশী থারুর- আজকের নির্বাচনে আরেক আলোচিত প্রার্থী শশী থারুর। জাতিসংঘের সাবেক এ কূটনীতিক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে কেরালার থিরুভানানথাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লেখক শশী থারুর ২০০৯ সাল থেকে এ আসনে জয়ী হয়ে আসছেন। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী রাজীব চন্দ্রশেখর। তিনি নরেন্দ্র মোদি সরকারের তথ্যপ্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

হেমা মালিনী- বলিউড তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া হেমা মালিনী এবার লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের মথুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিজেপি প্রার্থী। হেমা মালিনী গত দুই মেয়াদে আসনটি ধরে রেখেছেন। কংগ্রেস দলের প্রার্থী মুকেশ ধাঙ্গার তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী।

বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩ জন সংসদ সদস্য বাছাই করবেন ভোটাররা। ছয় সপ্তাহ ধরে চলা সাত দফার এ ভোট গ্রহণ শেষ হবে আগামী ১ জুন। ফলাফল জানা যাবে ৪ জুন।

আরও পড়ুন

দ্বিতীয় দফায় যে ১৩ রাজ্যে ভোট হচ্ছে, সেগুলো হলো—আসাম, বিহার, ছত্রিশগড়, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মনিপুর, রাজস্থান, ত্রিপুরা, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে আসামে ৫টি আসন, বিহারে ৫টি আসন, ছত্রিশগড় ৩টি আসন, জম্মু ও কাশ্মীরে ১টি আসন, কর্ণাটকে ১৪টি আসন, কেরালায় ২০টি আসন, মধ্যপ্রদেশে ৬টি আসন, মহারাষ্ট্রে ৮টি আসন, মনিপুরে ১টি আসন, রাজস্থানে ১৩টি আসন, ত্রিপুরাতে ১টি আসন, উত্তর প্রদেশে ৮টি আসন এবং পশ্চিমবঙ্গে ৩টি আসন।

আজকের নির্বাচনের মধ্য দিয়ে কেরালা ও রাজস্থানে সব আসনে ভোট গ্রহণ শেষ হচ্ছে।

আরও পড়ুন