আকাশসীমা উন্মুক্ত করল পাকিস্তান, শ্রীনগরে খুলতে শুরু করেছে দোকানপাট

যুদ্ধবিরতির খবরে সড়কে পাকিস্তানিদের উল্লাস। সিন্ধু প্রদেশের হায়দরাবাদে, ১০ মে সন্ধ্যায়ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারতের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবার নিজেদের আকাশসীমা সব ধরনের উড়োজাহাজের জন্য খুলে দিয়েছে পাকিস্তান। অন্যদিকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরেও পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হতে শুরু করেছে। খুলছে দোকানপাট।

পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) জানায়, দেশটির আকাশসীমা এখন উন্মুক্ত রয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।

পিএএ-এর একজন মুখপাত্র বলেন, পাকিস্তানের সব বিমানবন্দর উড়োজাহাজের স্বাভাবিক চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। যদিও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের আকাশসীমায় উড়োজাহাজের চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিন আজ রোববার সকাল থেকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর শহরের সড়কে স্বস্তির ভাব দেখা গেছে। খুলতে শুরু করেছে দোকানপাট। মানুষ নিত্যদিনের স্বাভাবিক কাজে ফিরছেন। যদিও অনেকে বলছেন, তাঁরা যেকোনো পরিস্থিতির জন্য সতর্ক আছেন।

শ্রীনগরের হায়দারপোরা এলাকায় একটি মুদিদোকান চালান মোহাম্মদ আনাস। যুদ্ধবিরতির পর দোকান খুলেছেন তিনি। বললেন, ‘আমরা সতর্ক আছি। কেননা এ যুদ্ধবিরতি কত দিন টিকবে, সেটা কেউ জানে না।’

আজ ভোরে অনেকে একটি বেকারির সামনে ভিড় করেছিলেন। রুটি কেনার জন্য সারি বেঁধে দাঁড়িয়ে থাকা শাকিলা জান বলেন, ‘যুদ্ধবিরতির খবরে আমি খুব খুশি। কিন্তু গত রাতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এটা আমাকে আবারও উদ্বিগ্ন করেছে।’

শাকিলা আরও বলেন, ‘আমরা আর কোনো দেশকেই বিশ্বাস করি না। তারা যেকোনো মুহূর্তে মন পরিবর্তন করতে পারে।’

আরও পড়ুন
আরও পড়ুন

‘আমরা সবাই শান্তি চাই। মর্যাদার সঙ্গে স্বাভাবিক জীবন চাই। রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই’, যোগ করেন শাকিলা।

গতকাল শনিবার সন্ধ্যায় অনেকটা হুট করেই যুদ্ধবিরতির খবর দেন ট্রাম্প। তিনি জানান, ‘অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত রয়েছে ভারত ও পাকিস্তান।’

যুদ্ধবিরতি শুরুর পর আজ রোববার সকালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে একটি বিপণিবিতানের সামনে হাঁটছেন এক মা ও তাঁর মেয়ে
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় স্বাগত জানান ভারত-পাকিস্তানের, বিশেষ করে কাশ্মীরসহ সীমান্ত এলাকার প্রশাসক, দেশ দুটির রাজনীতিবিদ ও সাধারণ মানুষ।
যদিও গত রাতে শ্রীনগর শহরে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে। এ খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। যুদ্ধবিরতি ‘ভঙ্গ করা’ নিয়ে একে অপরকে দোষারোপ করেছে ভারত ও পাকিস্তান।

আরও পড়ুন
আরও পড়ুন