কবিগুরুর জন্মদিন উপলক্ষে কলকাতায় আসছেন অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ
ফাইল ছবি: পিটিআই

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কলকাতা সফর করবেন বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ সালের লোকসভা নির্বাচন কেন্দ্র করে দলীয় প্রচারণার অংশ হিসেবে তিনি কলকাতা সফরে আসছেন। ২০২৪ সালের মার্চ–এপ্রিলে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা।

কলকাতায় আগামী ৯ মে কবিগুরুর জন্মদিনের বিশেষ উৎসবে যোগ দেবেন অমিত শাহ। এই উৎসবের আয়োজক ‘খোলা হাওয়া’ নামের একটি সংগঠন। এই সংগঠনের সভাপতি বিজেপিদলীয় সাবেক এমপি স্বপন দাশগুপ্ত। শনিবার এ ঘোষণা দিয়ে স্বপন বলেছেন, ‘কবিগুরুর মুক্তচিন্তার বিকাশে আমরা বদ্ধ পরিকর।’

স্বপন দাশগুপ্ত বলেন, বিজেপি কবিগুরুর চিন্তাধারা পশ্চিমবঙ্গসহ পুরো দেশে ছড়িয়ে দিতে চায়। সে লক্ষ্যে অমিত শাহ ৮ মে রাজ্যে আসবেন। এদিন হুগলিতে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। বৈঠক করবেন রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে। পরদিন তিনি কলকাতায় কবিগুরুর জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন।

কবিগুরুর জন্মদিনে অমিত শাহর কলকাতায় আসার ঘোষণা শুনে কলকাতার মেয়র ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেছেন, ২০১৮ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অমিত শাহ। সেখানেই তিনি ঘোষণা দেন, এখন থেকে প্রতিবছর বঙ্কিমচন্দ্রের জন্মদিন পালিত হবে। কিন্তু বিগত পাঁচ বছরেও তা হয়নি। ভোট এলেই তাঁদের মনে নেতাজি আর কবিগুরুর কথা মনে পড়ে। ভোট গেলে এসব বিষয় আর তাঁদের মনে থাকে না।