কংগ্রেসের ৩,৫০০ কিলোমিটার ‘ভারত জোড়ো যাত্রা’র উদ্বোধন আজ
পরবর্তী লোকসভা নির্বাচন সামনে রেখে ভারতজুড়ে সাড়ে তিন হাজার কিলোমিটার পদযাত্রা কর্মসূচি শুরু করতে যাচ্ছে দেশটির অন্যতম বৃহৎ দল কংগ্রেস। তামিলনাড়ুর কন্যাকুমারীতে আজ বুধবার ‘ভারত জোড়ো যাত্রা’ নামে এ কর্মসূচির উদ্বোধন করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এনডিটিভি জানায়, এরই অংশ হিসেবে রাহুল গান্ধী তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে তাঁর বাবা ও সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, কন্যাকুমারীতে মহাত্মা গান্ধীমণ্ডপে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন রাহুল গান্ধী। সেখানে ভারত জোড়ো যাত্রা উদ্বোধনের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন খাদির একটি জাতীয় পতাকা তুলে দেবেন রাহুল গান্ধীর হাতে।
এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক পদযাত্রা হতে যাচ্ছে বলে দাবি করেছে কংগ্রেস। স্থানীয় সময় আজ বিকেল পাঁচটার দিকে একটি সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হবে। কাল বৃহস্পতিবার সকালে এ পদযাত্রা শুরু হবে।
দিনে ৬ থেকে ৭ ঘণ্টা হেঁটে কংগ্রেসের হাজারো নেতা-কর্মী ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে যাত্রা করবেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পুরো যাত্রাপথেই রাহুল গান্ধীও হেঁটে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ কর্মসূচি শেষ হতে প্রায় ১৫০ দিন লাগবে।
ভারতের কংগ্রেস উপমহাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল। কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে রাজনীতি করা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে ভোটের রাজনীতিতে এক দশক ধরে ধরাশায়ী হয়েছে দলটি।
এমন প্রেক্ষাপটে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা নামে এ কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস। বেকারত্বের মতো বিষয়গুলো এতে তুলে ধরা হবে। মে মাসের মাঝামাঝি রাজস্থানের উদয়পুরে কংগ্রেস শীর্ষস্থানীয় নেতাদের তিন দিনব্যাপী ‘চিন্তন শিবির’–এ এই কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল।