তৃণমূল নেত্রী মহুয়ার কলকাতার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি

মহুয়া মৈত্রছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেত্রী, সাবেক সংসদ সদস্য মহুয়া মৈত্রের কলকাতার বাসভবনে আজ শনিবার সকালে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। সিবিআই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার এক দিন পর এই তল্লাশি শুরু করেছে।

পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসনের সংসদ সদস্য মহুয়া মৈত্র অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন—এমন অভিযোগে তাঁকে গত বছরের ৮ ডিসেম্বর ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভা থেকে বহিষ্কার করা হয়।

এবার আসন্ন লোকসভা নির্বাচনে এই মহুয়া মৈত্রকে ফের তৃণমূল কৃষ্ণনগর আসনে প্রার্থী করার ঘোষণা দিয়েছে। এখানে বাম দলের প্রার্থী হয়েছেন এস এম সাদি। বিজেপি ও কংগ্রেস দলের প্রার্থিতা এখনো ঘোষণা করা হয়নি। চতুর্থ দফায় ১৩ মে কৃষ্ণনগর আসনে নির্বাচন হবে।

মহুয়া মৈত্র সংসদে অর্থের বিনিময়ে প্রশ্ন করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন করেছেন বলে অভিযোগ ওঠে। বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে প্রথম এমন অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে অর্থ নিয়ে মহুয়া আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করতেন।

অভিযোগ ওঠে, মহুয়া মৈত্রের আইডি ছিল হীরানন্দানির কাছে। সেই আইডি দিয়ে তিনি টাইপ করে প্রশ্ন করতেন সংসদে। মহুয়া তাঁর মেইল আইডি দিয়েছিলেন হীরানন্দানিকে। পরে সংসদের ইথিকস কমিটির সুপারিশে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। অবশ্য মহুয়া এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সিবিআই জানায়, ওই সব ঘটনায় তদন্তের স্বার্থে আজ শনিবার সকালে কলকাতার আলীপুরের রত্নাবলী আবাসনে মহুয়া মৈত্রের আবাসনে তল্লাশি চালানো হচ্ছে। এই আবাসনের ৯ তলায় থাকেন মহুয়া মৈত্র। সেখানে আরও থাকছেন তাঁর বাবা দ্বীপেন্দ্র লাল মৈত্র।

গতকাল পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটিরশিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাসভবনে তল্লাশি চালায় ইডি। সেখানে তল্লাশি শেষে ইডির কর্মকর্তারা উদ্ধার করেন প্রায় ৪১ লাখ রুপি। সেই সঙ্গে একটি মোবাইল ফোন ও কিছু নথি জব্দ করেন। ইডি এখন ওই অর্থের উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।