মরদেহের পাশে চিরকুটে লেখা, ‘৩০ বছর বাঁচতে চেয়েছিলাম’

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে এক হোটেলমালিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে পাওয়া গেছে একটি চিরকুট। তাতে লেখা, ‘৩০ বছর পর্যন্ত বাঁচবেন’ বলে অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

নিহত ওই ব্যক্তির বয়স ছিল ৩০ বছর। বিয়ে করেননি। লাশের পাশে পাওয়া সাত পাতার চিরকুট পড়ে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই ব্যক্তি হয়তো মানসিক সমস্যায় ভুগছিলেন।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা দায়শিল ইয়েওয়ালে বলেন, ওই ব্যক্তির রক্তমাখা মরদেহ ইন্দোরের হিরানগর এলাকায় তাঁর নিজ বাড়িতে পড়ে ছিল। কাছেই একটি পিস্তল পাওয়া গেছে। নিজের নিরাপত্তার জন্য ২০১৬ সালে সেটি কিনেছিলেন তিনি। চিরকুটে তিনি লিখেছেন, তিনি আত্মহত্যা করছেন। এ জন্য কেউ দায়ী নয়।  

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, চিরকুটে ওই ব্যক্তি লিখেছেন, আট–নয় বছর আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ৩০ বছর পর্যন্ত বাঁচবেন। আর তাঁর জীবনে কোনো সমস্যা ছিল না। তবে চিরকুটের লেখা ইঙ্গিত দিচ্ছে, তাঁর মানসিক সমস্যা ছিল। মৃত্যুর সম্ভাব্য সব কারণ তদন্ত করে দেখা হচ্ছে।