হরিয়ানায় গাড়ি থেকে দুই মুসলিম যুবকের মরদেহ উদ্ধার, গোরক্ষকদের সন্দেহ

গতকাল বৃহস্পতিবার সকালে হরিয়ানার ভিওয়ানি জেলায় একটি গাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়
ছবি: এএনআই

ভারতের হরিয়ানা রাজ্যে একটি গাড়ি থেকে দুই ব্যক্তির দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হরিয়ানার ভিওয়ানি জেলায় একটি মাহিন্দ্র বোলেরো এসইউভি গাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মরদেহগুলো নাসির (২৫) ও জুনাইদ (৩৫) নামের দুই মুসলিম তরুণের বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। তাঁরা বলেন, ওই দুই তরুণ অপহরণের শিকার হয়েছিলেন।

এ ঘটনায় আজ শুক্রবার পাঁচ সন্দেহভাজনের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে। তাঁরা গো–রক্ষা বাহিনীর সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের কাছে করা অভিযোগে পরিবার বলেছে, গত বুধবার রাজস্থানের ভরতপুর জেলা থেকে নাসির ও জুনাইদ অপহৃত হন। এর এক দিন পরই একটি গাড়ি থেকে দুই ব্যক্তির দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এগুলো নাসির ও জুনাইদেরই দেহাবশেষ কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।

ভরতপুর পুলিশের মহাপরিদর্শক গৌরব শ্রীবাস্তব বলেন, ‘গাড়িতে দুই অজ্ঞাত ব্যক্তির দগ্ধ মরদেহ পাওয়া গেছে। যাঁরা অপহরণের শিকার হয়েছেন, এগুলো তাঁদেরই লাশ কি না, তা নিশ্চিত হতে পরিবারের সদস্যদের নিয়ে আমাদের দল ঘটনাস্থলে গেছে। ময়নাতদন্ত ও ডিএনএ বিশ্লেষণের পর তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।’

গাড়ির ভেতরে ওই দুই ব্যক্তিকে জ্যান্ত নাকি মৃত অবস্থায় পোড়ানো হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। অপহৃত দুই ব্যক্তির পরিবারের সদস্যরা গাড়িটি শনাক্ত করেছেন। তাঁরা বলছেন, ওই গাড়ির মালিককে নাসির ও জুনাইদ চিনতেন।

পুলিশ বলছে, গোরক্ষকদের সঙ্গে এ মৃত্যুর ঘটনার সম্পৃক্ততা আছে কি না, তা জানতে তদন্ত চলছে। ভরতপুর পুলিশের মহাপরিদর্শক গৌরব শ্রীবাস্তব বলেন, জুনাইদের নামে গরু পাচারের পাঁচটি মামলা আছে। তবে নাসিরের বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটনের অভিযোগ নেই।

যে পাঁচজনের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয়েছে, তাঁরা হলেন—মনু মানেসার, লোকেশ সিনঘিয়া, রিনকু সাইনি, অনিল ও শ্রীকান্ত। মনু মানেসার ডানপন্থী সংগঠন বজরং দলের সদস্য। অভিযুক্ত ব্যক্তিদের সবাই গো–রক্ষা বাহিনীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।