ভারতে ২ সপ্তাহের মধ্যে তৃতীয় রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

এর আগে ২৪ ডিসেম্বর রুশ আইনপ্রণেতা পাভেল আন্তভ ওডিশার একটি হোটেলের তৃতীয় তলা থেকে পড়ে মারা যান
ছবি: টুইটার

ভারতের ওডিশা রাজ্যে আজ মঙ্গলবার আরও এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে তৃতীয় কোনো রুশ নাগরিকের মরদেহ উদ্ধার হলো বলে পুলিশ জানিয়েছে। খবর এনডিটিভির

সর্বশেষ উদ্ধার হওয়া মরদেহটি রুশ নাগরিক মিলিয়াকভ সের্গেইয়ের বলে শনাক্ত হয়েছে। জগৎসিংপুর জেলার প্রদীপ বন্দরে নোঙর করা একটি জাহাজে মরদেহটি পাওয়া যায়।

এমবি আলদনাহ নামের একটি জাহাজের প্রধান প্রকৌশলী ছিলেন ৫১ বছর বয়সী মিলিয়াকভ। জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে প্রদীপ বন্দর হয়ে মুম্বাই যাচ্ছিল।

ভোর সাড়ে চারটার দিকে জাহাজের চেম্বারে মিলিয়াকভের নিথর দেহ পাওয়া যায়। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি পুলিশ।

রুশ প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রদীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পিএল হারানন্দ। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

এর আগে ডিসেম্বরের শেষ দিকে দক্ষিণ ওডিশার রায়গাদা শহরে এক আইনপ্রণেতাসহ দুই রুশ পর্যটকের রহস্যজনক মৃত্যু হয়।

গত ২৪ ডিসেম্বর রুশ আইনপ্রণেতা পাভেল আন্তভ (৬৫) হোটেলের তৃতীয় তলা থেকে পড়ে মারা যান। এর আগে ২২ ডিসেম্বর হোটেলকক্ষে তাঁর বন্ধু ভ্লাদিমির বিদেনভের (৬১) মরদেহ পাওয়া যায়। দুটি ঘটনাই তদন্ত করছে ওডিশা পুলিশ।