পশ্চিমবঙ্গে এক মন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জোতিপ্রিয় মল্লিকের কলকাতার সল্টলেকের দুটি বাড়িতে তল্লাশি শুরু করেছে ভারতের আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে তল্লাশি চলছে। এর পর থেকে বাড়ি ঘেরাও করে রেখেছে ইডি।
এর আগে ১৬ অক্টোবর ইডি হানা দেয় খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাকিবুর রহমানের বাড়িতে। দীর্ঘ ৫৫ ঘণ্টা একটানা তল্লাশি চলে বাকিবুর রহমানের চালকল, আটাকলসহ তাঁর কৈখালীর আবাসনে। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর নথি।
তল্লাশির পর ইডির কর্মকর্তারা তাঁকে নিয়ে আসেন কলকাতার সল্টলেকের ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে ইডি। তারা জানিয়েছে, বাকিবুরের জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আজ জ্যোতিপ্রিয় মল্লিকের বাসভবনে ইডির এই তল্লাশি।
জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি ছাড়াও তাঁর পিএ অমিত দের নাগেরবাজারের বাসভবনেও তল্লাশি চলছে।
সকালে ইডির কর্মকর্তারা ঢোকার সময় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাড়িতেই ছিলেন।
পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে রেশন বিতরণে দুর্নীতির অভিযোগ আছে। বিরোধীরা দাবি করেছে, বহু ভুয়া রেশন কার্ডের মাধ্যমে রেশন তোলা হচ্ছে। আর এই রেশনের চাল-গম চলেও যাচ্ছে একশ্রেণির ব্যবসায়ীর কাছে।
সেই অভিযোগ খতিয়ে দেখতে ইডি রাজ্যব্যাপী শুরু করেছে অভিযান।