শক্তি ছাড়া শান্তি সম্ভব নয়: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার কারগিলে সেনা সমাবেশে বলেছেন, শক্তি ছাড়া শান্তি সম্ভব নয়। শান্তিতে থাকতে গেলে শক্তিশালী হতে হবে। তিনি বলেন, ‘যুদ্ধ আমাদের কাছে একেবারে শেষ উপায়। সব সময় আমরা তা মেনে এসেছি। পালন করেছি। তা সে লঙ্কা বা কুরুক্ষেত্রের যুদ্ধ, যা-ই হোক। শেষ পর্যন্ত আমরা চেষ্টা চালিয়েছি, যুদ্ধ না করার। আমরা শান্তির পক্ষে।’

দীপাবলি উদ্‌যাপন করতে আজ মোদি কাশ্মীরের কারগিলে যান, যেখানে ১৯৯৯ সালে পাকিস্তানি হানাদারদের হটাতে ভারত যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতিবছর দীপাবলির দিন তিনি সেনাদের সঙ্গে কাটিয়ে আসছেন। ২০১৪ সালের দীপাবলি তিনি কাটিয়েছিলেন সিয়াচেনে, তারপর গেছেন অমৃতসর, লাহুল স্পিতি, গুরেজ, চামোলি, রাজৌরি, জয়সলমির ও নওশেরায়। এ বছর কাটালেন কারগিলে।

সেখানে সেনা সমাবেশে তিনি বলেন, ‘আপনারাই আমার পরিবার। দীপাবলির সব আনন্দ ও ঔজ্জ্বল্য আমি আপনাদের মধ্যেই খুঁজে পাই।’

ভারতীয় সেনাদের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘একটা দেশ তখনই এগোয়, যখন তার সীমান্ত সুরক্ষিত থাকে। এই কারগিলে আপনারা সন্ত্রাসবাদকে পরাস্ত করেছিলেন। দীপাবলির অর্থ হলো, সন্ত্রাসের সমাপ্তি। কারগিল সেটা সম্ভব করে দেখিয়েছে।’ তিনি বলেন, ‘আজ ভারত সারা পৃথিবীর সমীহ আদায়ে সক্ষম। আপনারা সীমান্ত সুরক্ষিত রাখছেন, আমরাও দেশের ভেতর ও বাইরের শত্রুদের মোকাবিলা করছি। যখনই যারা দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে, আপনারা যোগ্য জবাব দিয়েছেন।’

সেনাদের উদ্দেশে মোদি আরও বলেন, ‘আপনারা সতর্ক, সজাগ। দেশও তাই অর্থনৈতিক দিক দিয়ে শক্তি সঞ্চয় করে চলেছে। গত সাত-আট বছরে বিশ্বের পঞ্চম অর্থনীতিতে উত্তরণ ঘটেছে।’

প্রধানমন্ত্রী পূর্ববর্তী সরকারের ‘দুর্নীতি ও অপশাসন’-এরও উল্লেখ করেন। তিনি বলেন, আজ দুর্নীতির বিরুদ্ধে দেশ এক নির্ণায়ক লড়াইয়ে অবতীর্ণ। দুর্নীতিগ্রস্ত যত শক্তিশালীই হোক না কেন, পার পাবে না। অপশাসন দেশকে পিছিয়ে দিয়েছে। উন্নয়নের পথে বারবার বাধা সৃষ্টি করেছে।

সেনাদের আত্মনির্ভর হয়ে ওঠার প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ক্রমশই পরনির্ভরতা কাটিয়ে উঠছে। চার শতাধিক সামরিক সম্ভার আজ ভারত দেশে তৈরি করছে। বিদেশ থেকে আমদানি করছে না। দেশের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এর মোকাবিলায় দেশও প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে তৈরি করছে বলে জানান তিনি।