পশ্চিমবঙ্গে সন্দেহভাজন দুই আল-কায়েদা জঙ্গি গ্রেপ্তার

গ্রেপ্তার দুই সন্দেহভাজন জঙ্গি
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে জঙ্গি সংগঠন আল–কায়েদার সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গতকাল বুধবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন আদালত।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শাসন থানার খড়িবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালায় এসটিএফ। সেখানে দুই জঙ্গি দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়েছিলেন। বুধবার রাতেই শাসন থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন আবদুর রকিব ওরফে হাবিবুল্লা ওরফে হাবিব (৩৭) ও কাজী এহসান উল্লাহ ওরফে হাসান (৩২)। রাকিবের গ্রামের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের আউশা পঞ্চানন গ্রামে। এহসানের বাড়ি হুগলি জেলার আরামবাগের সামতা গ্রামে।

জানা গেছে, এই দুজন ‘আল–কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট’–এর সদস্য ছিলেন। তাঁদের কাজ ছিল আল–কায়েদা জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দেওয়া। রাকিব ছিলেন বিস্ফোরক তৈরিতে পারদর্শী। এহসানের কাজ ছিল রাকিবের পাঠানো জঙ্গিদের থাকা–খাওয়া ও বাসস্থানের ব্যবস্থা করা। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সন্দেহভাজন নথিপত্র ও রাষ্ট্রবিরোধী কাজের কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।