ফ্যাক্ট চেকিং বলবৎ নিয়ে ধাক্কা খেল বিজেপি সরকার

ভারতের সুপ্রিম কোর্টছবি: এএনআই ফাইল ছবি

ভারতে বিজেপি সরকারের ভুয়া ও মিথ্যা খবর শনাক্তকরণে ফ্যাক্ট চেকিং ইউনিট (এফসিইউ) গঠন ও বলবতের বিজ্ঞপ্তি স্থগিত করে দিলেন সুপ্রিম কোর্ট। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) অধীন এই ফ্যাক্ট চেকিং ইউনিট গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। সংশোধিত তথ্যপ্রযুক্তি নিয়মের আওতায় ওই এফসিইউ গঠন করা হয়েছিল। গতকাল বুধবার বিজ্ঞপ্তি জারি করে তা বলবৎ করা হয়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ মামলার শুনানির সময় বলেন, এটা মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কযুক্ত।

কেন্দ্রীয় সরকার বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত মিথ্যা, ভুয়া ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার চিহ্নিত করতে গত বছর এফসিইউ গঠন করেছিল। গতকাল বুধবার তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে তা বলবৎ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিআইবির অধীন এফসিইউকেই কেন্দ্রীয় সরকারের ফ্যাক্ট চেক ইউনিট হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এফসিইউর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৌতুকাভিনেতা কুনাল কামরা। তাঁর আরজি ছিল, নতুন সংশোধিত নিয়ম আদালতের বৈধতা না পাওয়া পর্যন্ত এই ইউনিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হোক। বম্বে হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দিয়েছিলেন। আবেদন খারিজ হলেও মামলাটি বিচারাধীন, নিষ্পত্তি হয়নি।

বম্বে হাইকোর্টে আবেদন খারিজ হলে কুনাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এর মধ্যেই কেন্দ্রীয় সরকার এফসিইউ গঠনের বিজ্ঞপ্তি জারি করে। আজ বৃহস্পতিবার তারই শুনানি হয়। বম্বে হাইকোর্টকে এখন মূল মামলার নিষ্পত্তি করতে হবে। তত দিন পর্যন্ত এ বিজ্ঞপ্তি স্থগিত থাকবে।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ স্থগিতাদেশ জারি করে বলেছেন, এর সঙ্গে গুরুতর সাংবিধানিক প্রশ্ন জড়িত। বাক্‌স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর এ নিয়মের প্রভাব হাইকোর্টের বিবেচনা ও বিশ্লেষণ করা দরকার।