জাকির নায়েক ইস্যুতে কাতারের সঙ্গে কথা হয়েছে: ভারত

জাকির নায়েক
ছবি: এএফপি ফাইল ছবি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পলাতক ইসলামি বক্তা জাকির নায়েকের ইস্যুটি নিয়ে তারা কাতারের সঙ্গে কথা বলেছে। কাতার সরকার জানিয়ে দিয়েছে, তারা বিতর্কিত এই বক্তাকে আমন্ত্রণ জানায়নি। চলমান ফিফা বিশ্বকাপে ধর্মীয় বক্তব্য দেওয়ার জন্য জাকির নায়েককে কাতারে আমন্ত্রণ জানানো হয়েছে, এমন খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, কাতার ভারতকে বলেছে, জাকির নায়েককে এ ধরনের কোনো আমন্ত্রণ জানানো হয়নি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বাগচী বলেন, ‘তিনি (জাকির নায়েক) ভারতীয় আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তি। আমরা ইতিমধ্যে তাঁকে প্রত্যর্পণের বিষয় নিয়ে মালয়েশিয়ার সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে কাতারের সঙ্গেও কথা বলেছি আমরা।’

অরিন্দম বাগচী আরও বলেন, ভারতে জাকির নায়েককে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাবে।

নিজের বক্তৃতা নিয়ে ২০১৬ সালে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়েন জাকির নায়েক। সে সময় তাঁর বিরুদ্ধে অর্থ পাচার ও উগ্রপন্থাকে উসকে দেওয়ার অভিযোগ তুলেছিল ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাও হয়। বন্ধ করে দেওয়া হয় তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ও পিস টিভি।

আরও পড়ুন

অভিযোগ ওঠার পর ২০১৬ সালের ১ জুলাই ভারত ছেড়ে পালিয়ে যান জাকির নায়েক। জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় চাইলে তাঁকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় তৎকালীন নাজিব রাজাক সরকার। এর পর থেকে তিনি মালয়েশিয়ার পুত্রজায়া শহরে বসবাস করে আসছেন।

চলতি বছরের মার্চে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) বেআইনি সংস্থা ঘোষণা করে। এটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন