‘তমলুক থেকেই লড়ছেন’ আলোচিত বিচারপতি অভিজিৎ

কলকাতা হাইকোর্টের সদ্য সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (বাঁয়ে) গত বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেনছবি: ভাস্কর মুখার্জি

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ইতিমধ্যে ২০টির প্রার্থী তালিকা ঘোষণা করেছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ঘোষিত তালিকায় নেই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের তমলুক আসন। ফলে এই আসন থেকে সদ্য কলকাতা হাইকোর্ট থেকে সদ্য ইস্তফা দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হতে পারেন এমন গুঞ্জন ঢালপালা মেলেছে।

এই তমলুক আসনটি পশ্চিমবঙ্গর বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর প্রভাবাধীন হিসেবে পরিচিত। এই আসনের আওতায় রয়েছে পশ্চিমবঙ্গের ভূমি আন্দোলনের অন্যতম পীঠস্থান নন্দীগ্রাম। নন্দীগ্রাম বিধানসভা আসনে শুভেন্দু বিজেপির টিকিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন।

পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক ছাড়া অপর আসনটি হলো কাঁথি। এই আসনে অবশ্য বিজেপি মনোনয়ন দিয়েছে শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু অধিকারীকে।

আগে থেকেই গুঞ্জন রয়েছে তমলুক আসনে প্রার্থী হতে পারেন অভিজিৎ। বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করে তিনি ঘোষণা দেন, দল তাঁকে যে আসনে মনোনয়ন দেবে, সেই আসন থেকেই তিনি লড়বেন।

এদিকে, শুক্রবার সকাল থেকে তমলুক আসনের অন্তর্গত নন্দীগ্রাম এলাকায় বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছে দেয়াল লিখন। এতে আহ্বান জানানো হয়েছে, তমলুক আসনে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পদ্মফুল প্রতীকে ভোট দেওয়ার।

ইতিমধ্যে তমলুকের বিভিন্ন স্থান থেকে প্রচার শুরু হয়েছে আলোচিত এই বিচারপতির পক্ষে। দাবি উঠেছে, এই আসনে বিপুল ভোটে জিতবেন তিনি। অবশ্য তমলুক ও পাশের কাঁথি আসন দুটি বিজেপি প্রভাবিত।

আরও পড়ুন

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে প্রচার শুরু হলেও বিজেপির উচ্চমহল থেকে এখনো মুখ খোলা হয়নি। অভিজিৎ নিজেও কিছু বলেননি। তবে তাঁর ভক্তরা দেয়াল লিখনের সময় বলেছেন, আমরা নিশ্চিত এই আসন থেকে মনোনয়ন পাবেন অভিজিৎ। তিনি মনোনয়ন পেয়ে এই আসনে বিপুল ভোটে জিতবেন।

অন্যদিকে, তমলুকে অভিজিতের নামে দেয়াল লিখন শুরু হলেও কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানেই দাঁড়ান না কেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে জিততে পারবেন না। এই আসনসহ রাজ্যের অন্য আসনেও বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে হারবেন।

আরও পড়ুন