কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন দেব: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ভারতের বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’ সরকার গঠন করলে বাইরে থেকে সব ধরনের সহায়তা করবেন তিনি। আজ বুধবার হুগলির চুঁচুড়ায় নিজের দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকেও নিশানা করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানকার সিপিএম-কংগ্রেসকে আমাদের সঙ্গে ধরবেন না। ওরা আমাদের সঙ্গে নেই। ওরা বিজেপির সঙ্গে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা–বোনেদের কোনো দিন অসুবিধা না হয়।’

পশ্চিমবঙ্গে তৃণমূল যে সিপিএম বা কংগ্রেসের সঙ্গে নেই, সে কথা এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গেছে। একই সঙ্গে ভোটের পর দিল্লিতে তৃণমূল যা করার করবে বলেও আগেই জানিয়েছেন মমতা। কিন্তু আজ নিজের অবস্থান আরও কিছুটা স্পষ্ট করলেন কি তৃণমূল নেত্রী? এটা নিয়ে রাজনৈতিক মহলের একাংশে চলছে নানা জল্পনা।

ভারতে এবার লোকসভার নির্বাচন হচ্ছে সাত দফায়। এবার মোট আসন ৫৪৩টি। ইতিমধ্যে চার দফায় ৩৮০টি আসনে ভোট হয়ে গেছে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। এতে পশ্চিমবঙ্গে বনগাঁও, বারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ—এই সাত আসনে ভোট হবে। শেষ দফার ভোট হবে আগামী ১ জুন। ফল বেরোবে ৪ জুন।