পশ্চিমবঙ্গের হুগলির রিষড়ায় উত্তেজনা, ট্রেন চলাচল ব্যাহত

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটছে। বিরাজ করছে উত্তেজনাছবি: এএনআই

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়া পৌরসভা অঞ্চলে গতকাল সোমবার রাতেও উত্তেজনা ছড়ায়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। রেললাইনে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে রিষড়ার ৪ নম্বর গেট এলাকার রেললাইনে বিক্ষোভকারীরা নেমে পড়েন। এ কারণে হুগলির ওপর দিয়ে যাওয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দিবাগত রাত ১২টার দিকে রিষড়া রেলগেটের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

রিষড়ায় রেললাইনে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় একাধিক ট্রেন থেমে যায়। এ সময় ট্রেন লক্ষ করে ইটপাটকেল ছোড়া হয়। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে।

পূর্ব ভারতের রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র গতকাল রাতে বলেন, ‘আমরা রাত ১০টা থেকে এই রুটে ট্রেন চালাতে পারছি না। আমরা চাই না, কারও কোনো ক্ষতি হোক। যতক্ষণ লোকজন রেললাইন থেকে না সরছে, ততক্ষণ ট্রেন চালাতে পারব না।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে হুগলি জেলার চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালহির নেতৃত্বে বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে মাঠে নামানো হয়। মোতায়েন করা হয় র‍্যাপিড অ্যাকশন ফোর্স।

রেললাইন থেকে বিক্ষোভকারীরা সরে যাওয়ার পর দিবাগত রাত সাড়ে ১২টা নাগাদ ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়।

হিন্দু দেবতা রামের জন্মদিন উপলক্ষে গত ৩০ মার্চ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মিছিল ও শোভাযাত্রা হয়। এই মিছিল-শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ ও উত্তেজনা এখনো থামেনি। গত রোববার রাতেও রিষড়ায় সংঘর্ষ হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তাঁর প্রশাসনকে সতর্ক করে বলেছেন, ৬ এপ্রিল অপর হিন্দু দেবতা হনুমানের জন্মদিন রয়েছে। একে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে পারে।