বিজেপির ‘অপারেশন লোটাস’ নিয়ে আদমি পার্টির বিক্ষোভ, সিবিআই তদন্ত দাবি

টাকা দিয়ে বিরোধী দলের বিধায়কদের দলে টানছে বিজেপি। এর প্রতিবাদে দিল্লিতে আম আদমি পার্টির বিক্ষোভ। দিল্লি, ৩১ আগস্ট
ছবি: এএনআই

আম আদমি পার্টির (আপ) সঙ্গে বিজেপির রাজনৈতিক সংঘাত নতুন মোড় নিল। আপের অভিযোগ, বিভিন্ন রাজ্যে বিরোধী দলের সরকার ভাঙাগড়ায় প্রভাব ফেলছে বিজেপি। এ ছাড়া বিরোধী দলের বিধায়কদের ভাঙিয়ে নিজেদের সরকার তৈরি করছে তারা। এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) তদন্ত দাবি করেছে আম আদমি পার্টি।

দিল্লির ১০ জন আপ বিধায়ক আজ বুধবার সিবিআই সদর দপ্তরে সিবিআই মহাপরিচালকের সঙ্গে দেখা করতে যান। কিন্তু পুলিশের বাধার মুখে তাঁরা রাস্তায় বসে পড়েন। এ সময় বিজেপি–বিরোধী স্লোগান দিতে থাকেন তাঁরা। আপ নেতা ও রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং সিবিআই অফিসের সামনে সংবাদমাধ্যমকে বলেন, ‘ক্ষমতায় আসার পর বিজেপি সারা দেশে ২৭৭ জন বিধায়ক কিনেছে। রাজ্যে রাজ্যে নিজেদের সরকার গড়তে তারা ৬ হাজার ৩০০ কোটি রুপি খরচ করেছে। দিল্লিতেও ২০ জন আপ বিধায়ককে টার্গেট করেছিল বিজেপি। আমরা চাই, সিবিআই বিজেপির বিরুদ্ধে তদন্ত করুক। সেই দাবি নিয়ে সিবিআই অফিসে আসা।’

বিভিন্ন রাজ্যে বিরোধী দলের সরকার ভেঙে বিজেপির সরকার তৈরির এই পরিকল্পনাকে ‘অপারেশন লোটাস’ বলা হচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে অরুণাচল, মেঘালয়, মণিপুর, গোয়া, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে সরকার দখল করেছে বিজেপি। রাজস্থানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিজেপির সেই ছক বানচাল করে দিয়েছেন। ঝাড়খন্ডের তিন কংগ্রেস বিধায়ক টাকাসহ পশ্চিমবঙ্গে ধরা পড়ায় সেখানে বিজেপির ‘অপারেশন লোটাস’ থমকে যায়। সংযুক্ত জনতা দলের (জেডিইউ) বিধায়কদের ভাঙিয়ে বিজেপি বিহার দখল করতে যাচ্ছে বুঝতে পেরে মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডির সঙ্গে হাত মিলিয়ে বিকল্প সরকার গড়েছেন। বিহারে ব্যর্থ হয়ে বিজেপি দিল্লির দিকে মনোযোগী হয়েছে বলে আপ নেতাদের অভিযোগ।

এ অবস্থায় দিল্লিতে আপ-বিজেপি বিরোধ এখন তুঙ্গে। বিজেপির সঙ্গে দিল্লির শাসক দল আপের সংঘাত শুরু থেকেই। দিল্লি সরকারের নতুন আবগারি নীতিকে কেন্দ্র করে ইদানীং সেই সংঘাত আরও বাড়ছে। দুর্নীতির অভিযোগে আপ নেতৃত্বের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করেছে। উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়ি ও ব্যাংকের লকার তল্লাশি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যেকোনো দিন মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হতে পারে। বিধায়ক কেনাবেচার চেষ্টা নিয়ে সরাসরি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবার আপের নতুন অভিযোগ, উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার বিরুদ্ধে। খাদি কমিশনের কর্তা থাকাকালীন তিনি নাকি ১ হাজার ৪০০ কোটি টাকার বাতিল নোট বদল করেছিলেন। এ অভিযোগ অস্বীকার করছেন বিনয় কুমার সাক্সেনা। তিনি বুধবার বলেছেন, মিথ্যা ও অবমাননাকর মন্তব্যের জন্য চারজন আপ বিধায়কের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

সিবিআই অফিসের সামনে ধরনায় বসা আপ বিধায়ক আতিশি বুধবার বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করা ও তাঁদের দাবি শোনা সংস্থার কর্তা হিসেবে তাঁর কর্তব্য। তিনি বলেন, সরকার গড়ার তাড়নায় বিজেপি দেশের সাধারণ মানুষকে দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। পেট্রো পণ্যের দাম বাড়িয়ে সেই অর্থ ঘুরপথে ব্যবহার করে তারা বিধায়ক কেনাবেচা করছে।

আপ নেতাদের এ অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। প্রদেশ বিজেপির নেতারা বুধবার এ প্রসঙ্গে বলেন, সব দিক দিয়ে ব্যর্থ আপ এখন চমকের রাজনীতি করছে। এত দিনে তারা বিজেপির একজন নেতারও নাম বলতে পারেনি, যিনি আপ বিধায়ককে কিনতে টাকার টোপ দিয়েছেন।

দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর বলেছেন, সরকারি দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করার পর আপ এখন মানুষের নজর ঘোরাতে চাইছে।