পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের গ্রামে বিস্ফোরণ, নিহত ৫

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে
ছবি: এএনআইয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরা থানার খাদিকুল গ্রামে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পটকার কারখানায় বিস্ফোরণ হয়েছে। কারখানাটি আগে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আবার তা পরে চালু হয়। তবে স্থানীয় ব্যক্তিদের কারও কারও অভিযোগ, বাইরে থেকে লোক এনে বোমা বাঁধার কাজ চলছিল। সেই কাজ চলার সময় বিস্ফোরণ ঘটে। পটকার কারখানাটির মালিক রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা ভানু বাগের।

বিস্ফোরণের ঘটনায় আহত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় পুলিশকে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী বিজেপির দাবি মেনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) দিয়ে তদন্ত করাতেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তদন্ত সঠিকভাবে হওয়া প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন। মৃতব্যক্তিদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেন বন্ধ কারখানা আবার চালু হলো তা–ও খতিয়ে দেখা হবে বলে জানান  মমতা।

তবে কিছু গ্রামবাসীর অভিযোগ, বাইরে থেকে লোক এনে বোমা বাঁধার কাজ চলছিল। সেই কাজ চলার সময় বিস্ফোরণ ঘটে। পুলিশের দাবি বেআইনিভাবে বাজি তৈরির কারখানা চলছিল। কোনো রকম সরকারি অনুমতি ছাড়াই অনেক বেশি পরিমাণে বারুদ মজুত করা হয়েছিল। সতর্কতা অবলম্বন না করতেই এই দুর্ঘটনা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ মনে করছে।

২০১৪ সালের অক্টোবর মাসে বর্ধমান জেলার খাগড়া গড়ে এ ধরনের একটি বিস্ফোরণ ঘটে।  সেই ঘটনায় যারা মারা যান, পরে তাঁদের সন্ত্রাসী বলে  চিহ্নিত করা হয়। এনআইএর তরফে বলা হয়েছিল, তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। সেখানেও বোমা বাঁধার কাজ চলছিল বলে তদন্তে জানা যায়।