সোমবার কলকাতায় শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা
কলকাতার কলেজ স্ট্রিটে সোমবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। বাংলাদেশি লেখকদের বিভিন্ন বই নিয়ে আয়োজিত এই মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ৬৫টি প্রকাশনা প্রতিষ্ঠান।
বইমেলার আয়োজন নিয়ে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন। সেখানে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানান, বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ তৃণমূলের বিধায়ক ও কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র পারিষদ দেবাশিস কুমার। প্রতিদিন দুপুর একটায় শুরু হয়ে বইমেলা চলবে রাত আটটা পর্যন্ত।
এবারের বইমেলার আয়োজন করেছে বাংলাদেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন।
আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় বইমেলার মঞ্চে থাকবে সেমিনার, কবিকণ্ঠে আবৃত্তি, সংগীতানুষ্ঠান, নৃত্য, নাটক ইত্যাদি। থাকবে লেখক, পাঠক এবং প্রকাশকদের মুখোমুখি অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে যোগ দেবেন ঢাকা ও কলকাতার বিশিষ্টজনসহ সাংস্কৃতিক জগতের তারকারা। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ফরিদা পারভীন।
সংবাদ সম্মেলনে উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস আরও বলেন, প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ বইমেলা দেখতে প্রচুর মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এখনো বাংলাদেশের বইয়ের চাহিদা রয়েছে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গজুড়ে। বাংলাদেশের বহু লেখক এখনো দারুণ জনপ্রিয় পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষ একই ভাষায় কথা বলেন।
বাংলাদেশ বইমেলা এবার ১১ বছরে পা দিচ্ছে। ২০১১ সালে এই বইমেলা প্রথম শুরু হয়েছিল কলকাতার নন্দন চত্বরের গগনেন্দ্র প্রদর্শনশালা মিলনায়তনে। এরপর বইমেলা বসত কলকাতার রবীন্দ্রসদনের উল্টোদিকে মোহরকুঞ্জে।