মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন নাইডুর দলের তিন এমপি
ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিপরিষদে তেলেগু দেশম পার্টির (টিডিপি) তিনজন নেতা জায়গা পেতে পারেন। গতকাল শুক্রবার দলটির নেতারা এমন আভাস দিয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এ জোটের দলগুলো থেকে নির্বাচিত লোকসভা সদস্যদের নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হবে। কাল রোববার মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
টিডিপির নেতারা বলছেন, তাঁদের দলের নেতা কিনজারাপু রামমোহন নাইডু কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে জায়গা পেতে পারেন। তিনি শিকাকুলম লোকসভা আসনে তিনবারের পার্লামেন্ট সদস্য।
এবার মন্ত্রিপরিষদে একজন পূর্ণ মন্ত্রীর পাশাপাশি দুজন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি; যদিও দলটির চাওয়া ছিল দুজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রীর পদ।
নাম প্রকাশ না করার শর্তে টিডিপির এক নেতা বলেন, ‘এর পাশাপাশি দলকে ডেপুটি স্পিকার পদটি দেওয়ার সম্ভাবনা আছে।’
৩৭ বছর বয়সী রামমোহন নাইডু ২০১২ সালে রাজনীতিতে যুক্ত হন। বাবা কিনজারাপু ইয়েরান নাইডুর মৃত্যুর পরই রাজনীতিতে আসেন তিনি।
কিনজারাপু ইয়েরান নাইডু ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং আই কে গুজরালের মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি গ্রামীণ উন্নয়ন এবং কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।