৪০০ আসনের বেশি চান মোদি, মমতা বিজেপিকে বললেন ‘ভোটের পাখি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভাষণ দেনছবি: ভাস্কর মুখার্জি

ভারতের লোকসভা নির্বাচনে এবার ৪০০ আসনের বেশি চান বিজেপির নরেন্দ্র মোদি। তিনি আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গে এসে এই প্রত্যাশার কথা জানান। আর আজই আরেক নির্বাচনী সভায় বিজেপির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দলটিকে ‘ভোটের পাখি’ বললেন মমতা। এভাবে আজ পশ্চিমবঙ্গে দুই দলের মুখের লড়াই চলল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি বলেছেন, ‘এখন বাংলা বলছে ৪ জুন ৪০০ পার। মানুষ এবার বিজেপিকে ভোট দেবে।’
মোদি বলেন, ‘তৃণমূলের নেতাদের বাড়ি থেকে আজ কোটি কোটি টাকা উদ্ধার হয়। কেন্দ্রীয় বাহিনী গেলে বাধা দেওয়া হয়। তাই এবার তৃণমূলকে সাজা দিন পদ্মের বোতাম টিপে। তৃণমূল চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিবাজদের জায়গা করে দিচ্ছে তৃণমূল সরকার। এই তৃণমূল সরকার কেন্দ্রের উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে বাংলাকে।’
নরেন্দ্র মোদি বলেন, আগামী পাঁচ বছর কেন্দ্রের সরকার দেশবাসীকে বিনা মূল্যে রেশন দিতে বদ্ধপরিকর।

তৃণমূলের কঠোর সমালোচনা করে মোদি বলেন, ‘তৃণমূল সরকার মুখ থুবড়ে পড়বে। এই সরকার আজ বাংলায় অনুপ্রবেশকারীদের স্বীকৃতি দেয়। তাই তৃণমূল সরকারের কথায় বিভ্রান্ত হবেন না। দেখবেন, বাংলার মানুষ মোদির কাজে সুফল পেলে এই বাংলার টিএমসির দোকান বন্ধ হয়ে যাবে।’

এই সভা শেষে মোদি চলে যান উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে আয়োজিত সভায়।

ময়নাগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ লোকসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে তৃণমূল আয়োজিত নির্বাচনী সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি পকেটমারের দল, লুটেরাদের দল। ইডি, সিবিআই, বিজেপি আসলে ভাই ভাই। এবার একটিও ভোট নয় ওদের। এবার ভোট দিন বিজেপির বিরুদ্ধে, যাতে আগামী দিনে এই ভারতে ক্ষমতায় আসতে না পারে বিজেপি। আজ ওরা যেভাবে এজেন্সি লাগিয়ে মানুষকে ভয় দিচ্ছে, তাতে অনেকেই ভিড়ে যাচ্ছে বিজেপিতে। এবার আপনাদের সম্মিলিতভাবে রোধ করতে হবে বিজেপির এই এজেন্সি রাজনীতি।’
মমতা বলেন, ‘সারা বছর ওদের দেখা মেলে না এই বাংলায়। ভোটের সময় উড়ে আসে বিজেপির এই ভোটের পাখিরা। ওদের জানিয়ে দিন, এবার আর ভোট নয় ওদের। ওরাই সবচেয়ে বড় চোর। নোট বন্দীর নামে ওরা কোটি কোটি টাকা লুট করেছে। এবার ওদের জবাব দিন ভোটে। ওরাই আজ বাংলার বড় চোর। আর এখন নিজেদের বাঁচানোর জন্য শিখিয়ে দিয়েছে “চোর চোর” বলতে।’

মমতা আরও বলেছেন, ’আমরা সিএএ, এনআরসি কার্যকর করতে দেব না এই বাংলায়। আজ দিল্লিতে আমরা ইন্ডিয়া জোটের সঙ্গে আর এই রাজ্যে আমরা একাকী লড়ছি।’
মমতা জোর দিয়ে বলেন, ‘এই বিজেপিকে ভোট দিলে বিজেপি আর কোনো দিন এই দেশে ভোট করতে দেবে না। ওরা ভেঙে দেবে ভারতের সুদীর্ঘকালের লালিত যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এক দেশ এক ভোটে পরিণত করবে দেশকে। থাকবে না মানুষের খাওয়া–পরার স্বাধীনতা। তাই আজ ঐক্যবদ্ধ হোন বিজেপির বিরুদ্ধে। স্লোগান তুলুন, একটি ভোটও নয় বিজেপিকে।’

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে তৃণমূল আয়োজিত নির্বাচনী সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: ভাস্কর মুখার্জি

এদিকে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী এবার পশ্চিমবঙ্গে এসে প্রচারে বিজেপির বিরুদ্ধে অস্ত্র শাণিয়েছেন। আজ তিনি কোচবিহারে বিরাট এক নির্বাচনী র‌্যালি বা রোড শোতে যোগ দিয়ে বলেছেন, ‘দুর্নীতি, সন্ত্রাসের হাত থেকে মুক্ত করে নতুন এক সোনার বাংলা গড়ার জন্য এবার মোদিজিকে ভোট দিন।’ মিঠুন রোববার জলপাইগুড়ি, সোমবার আলিপুরদুয়ার এবং আজ মঙ্গলবার কোচবিহারে বিজেপি আয়োজিত নির্বাচনী র‌্যালিতে অংশ নেন।

অন্যদিকে আজ তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আলিপুরদুয়ারে এক রোড শোতে যোগ দিয়ে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

অন্যদিকে আজ সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমও বাম প্রার্থীদের সমর্থনে রোড এক রোড শোতে অংশ নেওয়ার কথা জলপাইগুড়িতে।