কাশীর জ্ঞানবাপী মামলা গ্রহণযোগ্য বলে রায় দিলেন বারানসির ফার্স্ট ট্র্যাক সিভিল জজ মহেন্দ্র কুমার পান্ডে। এ-সংক্রান্ত মামলার গ্রহণযোগ্যতা স্বীকার করে বৃহস্পতিবার তিনি বলেছেন, আগামী ২ ডিসেম্বর মামলার শুনানি শুরু হবে।
মহেন্দ্র কুমার পান্ডের এজলাসে হিন্দু উপাসকদের পক্ষে আবেদনে বলা হয়েছিল, জ্ঞানবাপী চত্বর অবিলম্বে হিন্দুদের কাছে সমর্পণ করা হোক, যাতে সেখানে বিরাজমান ‘শিবলিঙ্গ’সহ হিন্দু দেবদেবীর নিত্য পূজা অর্চনা করা যায়। একই সঙ্গে তাঁদের আরজি, ওই চত্বর মুসলমানদের জন্য নিষিদ্ধঘোষিত হোক।
মসজিদ রক্ষণাবেক্ষণ ও পরিচালন কমিটি ওই আবেদনের বিরোধিতা করেছিল। তাদের যুক্তি, ১৯৯১ সালের উপাসনাস্থল আইন অনুযায়ী ওই মামলা গ্রহণযোগ্য হতে পারে না।
দুই পক্ষের শুনানি শেষে গত ২৭ অক্টোবর বিচারক মহেন্দ্র কুমার পান্ডে রায় স্থগিত রেখেছিলেন।
বারানসি জেলা আদালতে যে মামলাটি বিচারাধীন, এই মামলার সঙ্গে তার সম্পর্ক নেই। এটি এক ভিন্ন মামলা। বারানসি জেলা আদালতের মামলায় শিবলিঙ্গের বয়স জানতে কার্বন ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন হিন্দু আবেদনকারীরা।
মসজিদ কমিটির দাবি, হিন্দুরা যাকে শিবলিঙ্গ বলছেন, সেটি একটি ফোয়ারা।
বারানসির কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক কয়েক দশক ধরে অব্যাহত। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হওয়া ও সুপ্রিম কোর্টের রায়ের পর কাশী ও মথুরার ধর্মস্থান নিয়ে হিন্দু-মুসলমানদের বিবাদ বেড়ে গেছে। শুরু হয়েছে একাধিক মামলা।