দাউদ-হাফিজকে নিয়ে প্রশ্ন, উত্তর দিল না পাকিস্তান

ভারতের নয়াদিল্লিতে ইন্টারপোলের সাধারণ পরিষদের সভা চলছে। সভার পর অপরাধজগতের নিয়ন্ত্রণকর্তা দাউদ ইব্রাহিম ও মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূল অভিযুক্ত হাফিজ সাঈদকে ভারতের হাতে তুলে দেওয়া সংক্রান্ত ভারতের সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পাকিস্তানের কর্মকর্তা। গতকাল মঙ্গলবার তোলা এ প্রশ্নের কোনো উত্তর দেয়নি পাকিস্তানের কর্মকর্তা।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গতকাল থেকে শুরু হয়েছে ইন্টারপোলের সাধারণ পরিষদের ৯০তম বার্ষিক সভা। বিশ্বের ১৯৫টি দেশের সদস্যরা সভায় যোগ দিয়েছেন। ভারতের সঙ্গে আন্তসীমান্ত সন্ত্রাসবাদ এবং বিভিন্ন বৈশ্বিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপন নিয়ে উত্তেজনার মধ্য ইন্টারপোলের সভায় দুই সদস্যের প্রতিনিধিদল পাঠিয়েছে পাকিস্তান। দলের নেতা দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল মহসিন ভাট। গতকাল সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে মহসিন ভাটকে দাউদ ইব্রাহিম ও হাফিজ সাঈদকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি সেই প্রশ্ন এড়িয়ে যান।

সাংবাদিক মহসিন ভাটের উদ্দেশে বলেন, ‘শুধু একটা প্রশ্ন আছে। অপরাধী প্রত্যার্পণের প্রক্রিয়া কি সহজ হবে? আপনারা কি হাফিজ সাইদ ও দাউদ ইব্রাহিমকে ভারতের কাছে হস্তান্তর করবেন? তাঁরা তো মোস্ট ওয়ান্টেড…।’ ওই সাংবাদিককে থামিয়ে দেন মহসিন ভাট। এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

দাউদ ইব্রাহিম ও হাফিজ সাঈদ দুজনেরই নাম আছে জাতিসংঘের সন্ত্রাসীদের তালিকায়। ভারতও এই দুজনকে ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর’র তালিকায় রেখেছে। ভারত বরাবরই বলে আসছে যে তাঁরা পাকিস্তানে থাকেন। এর অনেক প্রমাণও রয়েছে। পাকিস্তানও ভারতের এমন অভিযোগ অস্বীকার করে আসছে।