কেরানির বাসা থেকে ৮৫ লাখ রুপি উদ্ধার

রুপি
প্রতীকী। ছবি: রয়টার্স

ভারতের মধ্যপ্রদেশে এক সরকারি কর্মচারীর বাসা থেকে ৮৫ লাখ রুপির বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল বুধবার রাজ্যের ভোপাল শহরে অবস্থিত ওই সরকারি কর্মচারীর বাসায় অভিযান চালায় মধ্যপ্রদেশ পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)।

যাঁর বাড়িতে এ অভিযান চালানো হয়েছে, তাঁর নাম হিরো কেসবানি। তিনি রাজ্য সরকারের কর্মচারী। পদ আপার ডিভিশন ক্লার্ক। রাজ্যের মেডিকেল শিক্ষা বিভাগে সংযুক্ত তিনি।

গতকাল গভীর রাত পর্যন্ত হিরোর বাসায় তল্লাশি অভিযান চলে। তাঁর বাসা থেকে উদ্ধার হওয়া অর্থ গণনার জন্য পরে গণনাযন্ত্র আনা হয়।

হিরোর বাসা থেকে বেশ কিছু সম্পত্তির নথিপত্রও উদ্ধার করেছে ইওডব্লিউ। এই সম্পত্তির মূল্য কয়েক কোটি রুপি।

ইওডব্লিউর পুলিশ সুপার রাজেশ মিশ্র বলেন, সংস্থার একটি দল যখন হিরোর বাসায় পৌঁছায়, তখন তিনি কর্মকর্তাদের তল্লাশি চালানো থেকে বিরত রাখার চেষ্টা করেন। তিনি কর্মকর্তাদের ধাক্কা পর্যন্ত দেন। একপর্যায়ে তিনি বাথরুম ক্লিনার খান।

পরে হিরোকে রাজ্য সরকার পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

ইওডব্লিউর কর্মকর্তারা জানান, হিরোর বাসায় ৮৫ লাখ রুপির বেশি নগদ অর্থ পাওয়া যায়। তাঁর বাসাটি বিলাসবহুল। বাসায় অনেক দামি জিনিসপত্র পাওয়া গেছে। বাসাটিতে যেসব নথিপত্র পাওয়া গেছে, তাতে দেখা গেছে, তিনি বেশির ভাগ সম্পত্তি তাঁর স্ত্রীর নামে কিনেছেন। তাঁর স্ত্রী একজন গৃহিণী। তাঁর আয়ের কোনো উৎস নেই।

হিরোর অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির বিষয়টি তদন্ত করছে ইওডব্লিউ।