ট্যাক্সি ক্যাবে উড়োজাহাজের চেয়ে ‘ভালো সেবা’

প্রতীকী ছবি

বড় শহরগুলোয় ‘উবার’ জনপ্রিয় এক সেবার নাম। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য হামেশাই মানুষ উবারে গাড়ি ভাড়া নিয়ে থাকেন। ভারতের দিল্লি শহরের এক উবারচালক এই পরিষেবায় ভিন্ন এক মাত্রা যোগ করেছেন। তাঁর গাড়িতে উঠলেই যাত্রীরা বাড়তি সুবিধা হিসেবে পাবেন খাবার থেকে ওয়াই–ফাই, ওষুধ থেকে টুথপেস্টসহ প্রয়োজনীয় অনেক কিছু। তাও আবার বিনা মূল্যে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের একটি পোস্ট থেকে ওই উবারচালকের কাণ্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, মারুতি সেলেরিও মডেলের নিজের গাড়িতে ওয়াই–ফাই সুবিধার পাশাপাশি যাত্রীদের জন্য খাবার, চকলেট, পানির বোতল, ছাতা, জীবাণুনাশক ও টিস্যুর ব্যবস্থা রেখেছেন ওই চালক। যাত্রীদের যাত্রাপথ স্মরণীয় করে রাখতে এই প্রচেষ্টা তাঁর।

উবারে চালিত ওই গাড়িতে উঠে কোনো যাত্রী অসুস্থ বোধ করলে তাঁদের জন্যও রয়েছে ব্যবস্থা। গাড়িতে রাখা আছে ব্যথানাশক, গ্যাস্ট্রিকের ওষুধ, সর্দি–কাশির ওষুধসহ নানা ধরনের পথ্য। এ ছাড়া যাত্রীদের জন্য রয়েছে সেফটিপিন, তেল, পাউডার, সুগন্ধি, টুথপেস্ট ও জুতার পালিশের মতো খুঁটিনাটি নানা জিনিস।

রেডিটের ওই পোস্টে গাড়িটির একটি ছবিও দেওয়া হয়েছে। তাতে দেখা যায়, গাড়ির ভেতর থরে থরে সাজানো রয়েছে নানা ধরনের জিনিসপত্র। ছবিটির শিরোনামে পোস্টদাতা লিখেছেন, ‘ট্যাক্সি ক্যাবে উড়োজাহাজের চেয়ে ভালো সুযোগ–সুবিধা পেলাম।’ পোস্টটি দেখে অনেকেই এখন গাড়িটি ভাড়া নিতে চাইছেন। অনেকে আবার এ জন্য বাড়তি অর্থ খরচ করতেও রাজি।

ওই উবারচালককে নিয়ে নাকি ভারতের সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, তাঁর নাম আবদুল কাদির।